Ex-Mumbai Indians All-Rounder Fabian Allen: বর্তমানে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের প্লে-অফ পর্ব শুরু হয়েছে। ছয়টির মধ্যে চারটি দল নকআউটে জায়গা করে নিয়েছে। ডারবান সুপার জায়ান্টস এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ মঙ্গলবার কোয়ালিফায়ার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে। বুধবার এলিমিনেটরে পারল রয়্যালস এবং জোবার্গ সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে। তারই মধ্যে, প্রথম প্লে অফ খেলার আগে, এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। যা দক্ষিণ আফ্রিকা লিগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করল।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন জোহানেসবার্গে পার্ল রয়্যালস টিম হোটেলের বাইরে বন্দুকবাজদের হামলার মুখে পড়েন। ঘটনাটি ঘটেছে স্যান্ডটন সান হোটেলের একেবারে কাছেই। নিরাপত্তারক্ষীরা কিছু করার আগেই সশস্ত্র হামলাকারীরা অ্যালেনের ফোন এবং ব্যক্তিগত জিনিসপত্র-সহ একটি ব্যাগ জোর করে ছিনিয়ে নেয়। যার জেরে বর্তমানে অ্যালেন ভিনদেশে ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছেন।
এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক অন্যতম প্রভাবশালী কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমাদের প্রধান কোচ আন্দ্রে কোলিও জামাইকার বাসিন্দা। তিনি ফ্যাবিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। ওবেদ ম্যাককয়ের (ওয়েস্ট ইন্ডিজের আরেক আন্তর্জাতিক ক্রিকেটার)-এর মাধ্যমে দু'জনের যোগাযোগ সম্ভব হয়েছে। অ্যালেন ভালো আছেন। সিএসএ (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং অ্যালেনের দল পার্ল রয়্যালস ব্যাপারটা আরও ভালো করে বলতে পারবে।'
আরও পড়ুন- বোমা ফাটিয়েছিলেন সৌরভ, সপাটে দিলেন এবার দ্রাবিড়-ও! দুই মহারথীর সংঘাতে উত্তাল ভারতীয় ক্রিকেট
রয়্যালস দক্ষিণ আফ্রিকা টি২০-র ২০২৩-২৪ গ্রুপপর্বে পাঁচটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দৌড় শেষ করেছে। ক্যারিবিয়ান তারকা অ্যালেন ২০টি একদিনের ম্যাচ এবং ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ২০০ রান। টি-২০ তে করেছেন ২৬৭। ওয়ানডেতে নিয়েছেন সাত উইকেট। টি-২০-তে তাঁর ঝুলিতে আছে ২৪ উইকেট।