Advertisment

সূর্যকুমারকে কেন খেলানো হচ্ছে না! হারের পরেই কর্নেলের কড়া প্রশ্নের মুখে কোহলি

শ্রীলঙ্কা সফরে অভিষেকেই নজর কেড়েছেন সূর্যকুমার যাদব। এবার ইংল্যান্ড সিরিজেও সূর্যকুমারকে খেলানোর দাবি তুললেন বেঙ্গসরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয় টেস্টে লজ্জাজনক হারের পরেই এবার সূর্যকুমার যাদবকে খেলানোর দাবি জোরালো হয়ে উঠল। দাবি তুললেন ভারতীয় ক্রিকেটের কর্নেল দিলীপ বেঙ্গসরকার। পিটিআই-কে বেঙ্গসরকার ম্যাচের পরেই বলে দিলেন, "হারের পরেই চরমপন্থী হয়ে প্রতিক্রিয়া দিচ্ছি না। তবে আমার মতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হনুমা বিহারীর নয়, সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। একজন বোলারকে বসিয়ে ছয় জন ব্যাটসম্যানকে নিয়ে আমাদের দল সাজাতে হবে।"

Advertisment

লিডসে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসেছে ভারত। চারদিনের মধ্যেই দু-বার ব্যাটিং বিপর্যয় ঘটেছে। প্ৰথম ইনিংসে ৭৮ এর পর দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট ২৭৮-এ। তাও আবার চতুর্থ দিন ২১৫/২ অবস্থায় ব্যাট করতে নেমেছিল ভারত। অজিঙ্কা রাহানে (১০), ঋষভ পন্থ (১) আরও একবার হতাশ করলেন। বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার জুটির ওপরেই তাকিয়ে ছিল ভারত। তবে চতুর্থ দিন দুজনের ইনিংস সকালের সেশনেই খতম হয়ে যায়। ভারত ২০ ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ইনিংসে হার হজম করে বসে।

আরও পড়ুন: হারের পরেই বড় ধাক্কা! দলের সুপারস্টারকে নিয়ে হাসপাতালে ছুটলেন কোহলিরা

চলতি সিরিজে ভারত ৬ জন ব্যাটসম্যান সমেত চার জন পেসার নিয়ে দল সাজাচ্ছে। একমাত্র স্পিনার অলরাউন্ডার হিসাবে খেলছেন রবীন্দ্র জাদেজা। তবে এই কম্বিনেশনই বদলানোর বার্তা দিচ্ছেন দিলীপ বেঙ্গসরকার। বলে দিচ্ছেন, সূর্যকুমার যাদবকে অবিলম্বে যেন দলে নেওয়া হয়।

ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করেই সূর্যকুমার যাদব জাতীয় দলে সুযোগ পেয়েছেন অবশেষে। প্রথম শ্রেণির ক্রিকেটে সূর্যকুমারের গড় যথেষ্ট আকর্ষক ৪৪। শ্রীলঙ্কায় তিনটে ওয়ানডে এবং চারটে টি২০-তে সুযোগ পেয়ে সূর্যকুমার করেছেন যথাক্রমে ১২৪, ১৩৯। মুম্বইয়ের তারকা ক্রিকেটারের পক্ষে সওয়াল করে বেঙ্গসরকার বলছেন, "জাতীয় দলের সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য রয়েছে সূর্য-র। টিম ইন্ডিয়ার সঙ্গে বেশ কিছুদিন ঘুরছে ও। খুব দেরি হওয়ার আগেই ওঁকে সুযোগ দেওয়া হোক।"

লিডসে অসাধারণ জয়ের পরে ইংল্যান্ড আপাতত সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। বৃহস্পতিবার সেপ্টেম্বরের ২ তারিখ থেকে দুই দল ফের মুখোমুখি হবে কেনিংটন ওভালে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Virat Kohli Cricket News Indian Cricket Team
Advertisment