বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য গত ২৫ এপ্রিল দল ঘোষণা করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার তারা অনন্য সম্মান জানাল ক্রিস গেইলকে।
দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি ব্যাটসম্যানের এটাই বিদায়ী বিশ্বকাপ। জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে গেইলের নাম ঘোষণা করল উইন্ডিজ। ইংল্যান্ডের মাটিতে ভাইস-ক্যাপ্টেনের ভূমিকায় পাওয়া যাবে তাঁকে। ২০১০ সালের জুন মাসে ক্যারিবিয়ান দৈত্য শেষবার সীমিত ওভারের ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপের পর আর ওয়ান-ডে খেলবেন না গেইল
গেইল আগেই জানিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। এরপর আর ওয়ান-ডে ফর্ম্য়াটেও খেলবেন না তিনি। দলের সহ-অধিনায়ক হতে পেরে গর্বিত গেইল। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, "দেশের জার্সিতে যে কোনও ফর্ম্যাটেই প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত সম্মানের। এই বিশ্বকাপ আমার জন্য ভীষণ স্পেশাল। একজন সিনিয়র প্লেয়ার হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে ক্যাপ্টেন এবং সতীর্থদের সমর্থন করা। সম্ভবত এটাই সবচেয়ে বড় বিশ্বকাপ। আমি জানি অনেকের প্রচুর প্রত্যাশাও রয়েছে। আমি জানি দেশের মানুষের জন্য ভাল কিছু করব।"
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড– জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাসলে নার্স, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল (ভাইস-ক্যাপ্টেন), ডারেন ব্রাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান আলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশেন থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কোট্রেল, শিমরন হেটমায়ার।
আইপিএলের জন্য গেইল ওয়েস্টইন্ডিজ-আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে অংশ নেননি। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দারুণ ফর্মেই ছিলেন তিনি। ১৩ ম্যাচে ৪০.৮৩-এর গড়ে ৪৯০ রান করেন তিনি। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংস খেলেন তিনি।