/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ambani-psl.jpg)
Anant Ambani wedding: পিএসএল-এ সমস্যায় পড়ল করাচি কিংস (টুইটার)
Ambani-Merchant wedding 2024 : পিএসএল চলছে রমরমিয়ে। আর সেই সময়েই করাচি বিপদে পড়ল আম্বানি পুত্র অনন্তের বিয়ের জন্য। অন্য কিছু জয়। করাচি কিংসের হয়ে চলতি সিজনে দুরন্ত ছন্দে ছিলেন কায়রণ পোলার্ড। ৫ ম্যাচে ব্যাট করেই তিনি ১৬১ প্লাস স্ট্রাইক রেটে করে ফেলেছিলেন ১৯৬ রান।
তবে রবিবার মুলতান সুলতানসের বিপক্ষে করাচি পাবে না দলের ফর্মে থাকা তারকাকেই। তিনি যে আমন্ত্রিত অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টস-এর হেভিওয়েট বিয়েতে। দুনিয়ার যাবতীয় তারকার গন্তব্য এখন ভারত। দুনিয়া জুড়ে হাইপ্রোফাইল সমস্ত তারকাই জড়ো হয়েছেন জামনগরে।
এই হেভিওয়েট বিয়েতে বলিউড হলিউড আন্তর্জাতিক সেলেবদের পাশাপাশি ঠাঁই পেয়েছেন গুটিকয়েক ক্রিকেটারও। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা রয়েছেন এই বিয়েতে। পোলার্ডও ডাক পেয়েছেন নবদম্পতির প্রাক-বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য। তাই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা পিএসএল-এর খেলা ফেলে ছুটে এলেন ভারতে।
মুম্বই ইন্ডিয়ান্স-এর ঘরের ছেলে তিনি। ২০১০-এ মুম্বই ইন্ডিয়ান্স-এ নাম লেখানোর পরে তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি আইপিএলে। বিখ্যাত নীল জার্সিতে পাঁচবার আইপিএল জয়ের সাক্ষী থেকেছেন। দলের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। দলের সোনালি সময়ের অন্যতম রূপকার তিনি। ২০২২-এ মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেনি তারকাকে। বদলে পোলার্ডকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। যা সাগ্রহে মেনে নেন তিনি। দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স-এ খেলার সুবাদে তিনি আম্বানিদের ঘরের লোক-ই হয়ে গিয়েছেন। আকাশ আম্বানি-নীতা আম্বানিদের একদমই কাছের। তাই অনন্তের বিয়েতেও সামিল হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার।
শনিবার বিয়েতে এসে সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পোলার্ড। স্ত্রী জেনা পোলার্ড, শাহরুখ খান, রণবীর সিং, স্বদেশীয় নিকোলাস পুরান, ডোয়াইন ব্র্যাভোদের সঙ্গে একের পর এক ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।
জানা গিয়েছে, পিএসএল-এ করাচির পরবর্তী ম্যাচ রয়েছে ৬ মার্চ কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স-এর বিপক্ষে। বিয়ের রেশ কাটিয়ে ৪ তারিখে পিএসএল ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে যোগ দেবেন তিনি।