বৃহস্পতিবার আপামর ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখ ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ফিঞ্চ বনাম কোহলির টি-২০ লড়াই-তে চোখ ছিল তাঁদের। কিন্তু বিশ্বের অন্য়প্রান্তে ঘটে গেল রেকর্ডের এক অনন্য খেলা। গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্য়ান্ডে। রানের বন্যা দেখল এই ম্যাচ। দু'দলের ক্রিকেটাররা যেন ছয় মারার প্রতিযোগিতায় নেমেছিলেন। ৪৬টা ছয়ের সৌজন্যে উঠল ৮০৭ রান।
এদিন টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যান (৮৮ বলে ১০৩) ও জোস বাটলারের (৭৭ বলে ১৫০) ২০৪ রানের পার্টনারশিপে ব্রিটিশরা ৬ উইকেট হারিয়ে ৪১৮ রান তোলে। জবাবে উইন্ডিজ দুর্দান্ত লড়েও ৩৮৯ রানে থেমে যায়। ২৯ রানে হারে তারা। উইন্ডিজের হয়ে এদিন ম্যাচের লাইমলাইট কেড়ে নেন ক্রিস গেইল। ৯৭ বলে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গেইলের, প্রথমে পাঁচে বাকি কারা?
এবার পরিসংখ্যানের দিকে একবার চোখ রাখা যাক:
১) এই ম্যাচে এসেছে ৪৬টি (ইংল্যান্ড ২৪ ও উইন্ডিজ ২২) ছয়, এর আগে ওয়ান-ডে ম্যাচে এত ছয় মারার কোনও দৃষ্টান্ত নেই।
২) ওয়ান-ডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হল এই ম্য়াচে। এর আগে ভারত-শ্রীলঙ্কা (রাজকোট, ২০০৯) ও দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (জোহানেসবার্গ ২০০৬) ম্যাচে উঠেছিল ৮২৫ রান।
৩) ইংল্য়ান্ডের হয়ে ওয়ান-ডে ফর্ম্যাটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারলেন বাটলার। এই ম্যাচে ডজন ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ১১৫ রানের ইনিংসে তিনি আটটি ছয় মেরেছিলেন। এরপর রয়েছেন মঈন আলি। ২০০৭-এ ব্রিস্টলে উইন্ডিজের বিরুদ্ধে আটটি ছয় মারেন তিনি।
৪) মর্গ্যান ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৬০০০ রান পূর্ণ করলেন।
৫) ক্রিস গেইল ৫১ বলে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তাঁর ওয়ান-ডে কেরিয়ারে এটাই দ্রুততম। গেইল এদিন ব্রায়ান লারার পর উইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ১০০০০ রান করলেন। বিশ্বের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি। এই ম্যাচে গেইল ঝড়ে ছিল ১৪টি ছয়। এই সিরিজে তাঁর একারই ২৬টি ছয় মারা হয়ে গেল। এর আগে কোনও ব্যাটসম্যান এক সিরিজে এত ছয় মারতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫০০টি ছয় চলে এল।