scorecardresearch

‘ঘাড় ধরে’ সতীর্থকে মাঠ থেকে বের করলেন রাহানে! কড়া শাস্তিতে দৃষ্টান্ত স্থাপন ক্যাপ্টেনের, video

স্লেজিং করার অপরাধে সতীর্থ জয়সোয়ালকে মাঠ ছাড়ার নির্দেশ দিলেন অজিঙ্কা রাহানে। দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

‘ঘাড় ধরে’ সতীর্থকে মাঠ থেকে বের করলেন রাহানে! কড়া শাস্তিতে দৃষ্টান্ত স্থাপন ক্যাপ্টেনের, video

দৃষ্টান্ত স্থাপন করলেন অজিঙ্কা রাহানে। দলীপ ট্রফির ফাইনালে পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানে শৃঙ্খলাভঙ্গের কারণে মাঠ থেকে বের করে দিলেন সতীর্থ যশস্বী জয়সোয়ালকে।

২০ বছরের জয়সোয়াল ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। পশ্চিমাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ দ্বিশতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে ফিল্ডিংয়ের সময় সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জয়সোয়াল। তিনি দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান রবি তেজার সঙ্গে স্লেজিং করছিলেন। এরপরেই পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানে সরাসরি যশস্বী জয়সোয়ালকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: BCCI ছেড়ে এবার কি ICC সিংহাসনে সৌরভ! প্রবল জল্পনায় সত্যিটা জানালেন মহারাজ

জয়সোয়ালের স্লেজিং নিয়ে বারবার অভিযোগ করছিলেন রবি তেজা। প্ৰথমে সতর্ক করা হলেও জয়সোয়াল একইভাবে স্লেজিং করতে থাকেন। শেষমেশ আম্পায়ার তরুণ তারকার স্লেজিং নিয়ে সরাসরি মুখ খোলেন। তারপরেই রাহানে তাঁর কৃতকর্মের জন্য জয়সোয়ালকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। পশ্চিমাঞ্চলকে সেই সময় ১০ জনের হয়ে দাঁড়ায়। সাত ওভার বাইরে থাকার পর জয়সোয়ালকে ডেকে নেওয়া হয়।

পশ্চিমাঞ্চল পরে ২৯৪ রানে জয়লাভ করে। রাহানে বারবার ক্রিকেট মাঠে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সময় বর্ণবিদ্বেষের শিকার হওয়া মহম্মদ সিরাজের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি।

ম্যাচের পরে সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষিতে রাহানে বলে যান, “বরাবর প্রতিপক্ষ দল, ম্যাচ আধিকারিক, আম্পায়ারদের সম্মান করার নীতিতে বিশ্বাস করে এসেছি। তাই বিশেষ পরিস্থিতিতে বিশেষ ঘটনা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হয়।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: West zone captain ajinkya rahane sets example by sending yashasvi jaiswal off the field