Advertisment

উড়বে না তিরঙা, বাজবে না জাতীয় সঙ্গীত! চন্দ্রবিজয়ের সাফল্যের মঞ্চেই খেলার দুনিয়ায় অসম্মানিত ভারত

বিরাট অপমান সইতে হল ভারতকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২৪ ঘন্টা আগেই বিশ্বমঞ্চে সম্মানিত হয়েছে তিরঙ্গা। চন্দ্রাভিযানের সাফল্যে কুর্ণিশ করেছে গোটা বিশ্ব। তবে সেই সাফল্যের একদিন পেরোতে না পেরোতেই এবার অসম্মানিত হল ভারত। ব্রিজভূষন কাণ্ডের জেরে নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করল বিশ্ব কুস্তি সংস্থা।

Advertisment

ভারতের অলিম্পিক স্বগস্থার বর্তমান সিইও কল্যাণ চৌবে এই বিষয়টি কনফার্ম করেছেন। বলা হল, ভারতের কুস্তিগিররা যদি বিশ্বমঞ্চে আগামী দিনে পারফর্মও করে তাহলে তা নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে হবে।

যদি ভারতীয় কুস্তিগিররা পদক জয়ও করেন, তাহলে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে না। পুরো বিষয়টি জানিয়ে বিশ্ব কুস্তি সংস্থা চিঠি লিখেছে ভারতের অলিম্পিক সংস্থাকে। চলতি অগাস্টের ২৫ থেকে ২৬ কুস্তির ট্রায়ালের দিনক্ষণ ঠিক ছিল। তবে এই ইভেন্টের ভাগ্য এখন স্পষ্ট নয়।

ব্রিজভূষণ কাণ্ডের জেরে কুস্তিগিরদের ক্রমাগত ধরনার প্রেক্ষিতে এর আগে ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশন কার্যত হুমকি দিয়ে জানিয়েছিল, নির্বাচন করতে ব্যর্থ হলে, ভারতের অলিম্পিক সংস্থাকে নিষিদ্ধ করা হতে পারে। ৪৫ দিনের ডেডলাইন চূড়ান্ত করে দেওয়া হয়েছিল।

নির্বাচনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবার ব্যবস্থা নিতে বাধ্য হল ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশন। ভারতের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষন সিংয়ের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। ধর্ষণে অভিযুক্ত হয়েছেন তিনি। আদালতের দোহাই দিয়ে দু-বার পিছনো হয়েছিল নির্বাচন। ব্রিজ ভূষনের জায়গায় আপাতত তাঁরই সহযোগী সঞ্জয় সিং এবং কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অনিতা শেওরেন বসতে পারেন।

Wrestling Indian Olympic Association Olympics Indian Olympic Team
Advertisment