এমবাপের নয়, আমারই জায়গা মাটিতে! ফাইনালের ঘটনা টেনে বড় মন্তব্য এবার মার্টিনেজের

এমবাপেকে নিয়ে এবার মুখ খুললেন মার্টিনেজ

এমবাপের নয়, আমারই জায়গা মাটিতে! ফাইনালের ঘটনা টেনে বড় মন্তব্য এবার মার্টিনেজের

বিশ্বকাপ ফাইনালের পরেই বিধ্বস্ত এমবাপেকে স্বান্ত্বনা দিতে দেখা গিয়েছিল এমি মার্টিনেজকে। পাশে ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রো-ও। সেই সময় এমবাপেকে কী বলেছিলেন তা ফাঁস করলেন অবশেষে মার্টিনেজ।

টিওয়াইসি স্পোর্টস-কে মার্টিনেজ বলে দিয়েছেন, “উঠে দাঁড়িয়ে ওঁকে সামনে তাকানোর পরামর্শ দিয়েছিলাম। মাটিতে পড়ে থাকা ওঁকে মানায় না। যা খেলেছে সেইজন্য ওঁর গর্ববোধ হওয়া উচিত ছিল। আমাকে পেরিয়ে ও চারটে গোল করেছিল। যাঁর মাটিতে পড়ে যাওয়া উচিত, সেটা আমি, ও নয়।”

সম্প্রতি মার্টিনেজ এমবাপেকে অসম্মান করার ঘটনা প্রকাশ্যে উড়িয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, ফরাসি তারকার জন্য অনেকটা শ্রদ্ধা রয়েছে তাঁর।

আরও পড়ুন: মেসির জন্যই আটকে এমবাপের ব্যালন ডি’অর! শত্রুতার কাঁটা সরিয়ে ফরাসি তারকাকে ফুলের মালা মার্টিনেজের

বিশ্ব ফুটবলের চালু ধারণা, ফরাসি সুপারস্টারের সঙ্গে মার্টিনেজের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিশ্বকাপ ফাইনালের পরেই মার্তিনেজ এমবাপেকে অপমান করে গান গেয়েছিলেন লকাররুমে। তারপরে দেশে ফিরে দেশজ সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ জয় সেলিব্রেট করার সময় তাঁর হাতে দেখা গিয়েছে এমবাপের মুখ বসানো পুতুল। যার পরে উত্তাল হয়ে গিয়েছিল ফুটবল জগৎ। ফ্রান্স ফুটবল সংস্থার তরফে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে।

এবার মার্টিনেজ সেই বিষয় নিয়ে সরাসরি মুখ খুলেছেন। ফ্রান্স ফুটবল-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, “এমবাপের যে পুতুল বসানো মুখ আমার হাতে ধরা নিয়ে এত কথা হচ্ছে, সেই পুতুল কিন্তু স্রেফ দু-সেকেন্ড ছিল আমার হাতে। সমর্থকরা আমাদের দিকে অনেক পুতুল ছুঁড়ছিলেন। আমি যে পুতুল তুলে নিই, সেটা ছিল এমবাপের মুখ বসানো। তারপরে ওটা ছুঁড়ে ফেলে দিই। ব্যাস এটুকুই।”

“এমবাপেকে নিয়ে আমি মজা করতে যাব কেন? ফাইনালে ও আমাকে পেরিয়ে চারটে গোল করেছিল। আমাকেই চার গোল! ও তো বরং ভাবতেই পারে আমি ওঁর হাতের পুতুল। এমবাপের জন্য আমার প্রচুর সম্মান রয়েছে।”

আরও পড়ুন: হারার পরেই PSG সতীর্থদের সঙ্গে ব্যাপক ঝামেলা নেইমারের! ড্রেসিংরুমের তোলপাড়ে তছনছ সুপারস্টারের ভবিষ্যৎ

লকার রুমের সেই কুখ্যাত গান নিয়ে মার্টিনেজের বক্তব্য, “এটা লকার রুমের ঘটনা। জনসমক্ষে মোটেই আসার বিষয় নয়। ২০১৮-য় ফ্রান্স যখন আমাদের হারিয়েছিল, এনগোলো কান্তেও মেসিকে নিয়ে গান ধরেছিল। একইভাবে কোনও দল যদি ব্রাজিলকে হারায় নেইমার গানের বিষয়বস্তু হবে। নেইমার বা এমবাপেকে নিয়ে গান ধরার অর্থ ওঁরা দুজনেই গ্রেট।”

এমবাপেও মার্টিনেজের অঙ্গভঙ্গি নিয়ে সম্প্রতি নেতিবাচক মন্তব্য করা থেকে দূরে থেকেছেন, “ওঁর উদযাপনের ধরণ নিয়ে আমার কোনও সমস্যা নেই। এরকম ফালতু বিষয়ে সময় নষ্ট করি না।”

READ THE FULL ARTICLE IN ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: What emiliano martinez told kylian mbappe after world cup final france argentine revealed

Next Story
সুনীলের চালাকি গোল একদমই বৈধ, বলে দিচ্ছে FIFA-র নিয়মই! জানুন কীভাবে
Exit mobile version