Advertisment

আইপিএল-এর উপর নির্ভর করছে ধোনির ভবিষ্যৎ, জানিয়ে দিলেন দুই নির্বাচক

নতুন নির্বাচক বাছাই পর্বের সাক্ষাৎকারে এম এস ধোনির ভবিষ্যতের বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি কী এ প্রশ্নের উত্তরে দুজনেই জানিয়েছেন যে...

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র।

ফের ভারতীয় ক্রিকেটের অন্দরে প্রশ্ন উঠল মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত নিয়ে। পাশাপাশি ভারতীয় দল সামলানো বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীকে কীভাবে সামলাবেন তা নিয়েও প্রশ্নবানের মুখে পড়লেন জাতীয় নির্বাচক কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান সুনীল জোশি এবং সদস্য হরবিন্দর সিং। প্রসঙ্গত, বুধবারই বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে স্থান করে নিয়েছেন তাঁরা।

Advertisment

আরও পড়ুন: প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলারা

মঙ্গলবার তাঁদের সঙ্গে আলোচনায় বসেন মদন লাল, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি। নতুন নির্বাচক বাছাই পর্বের সাক্ষাৎকারে এম এস ধোনির ভবিষ্যতের বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি কী এ প্রশ্নের উত্তরে দুজনেই জানিয়েছেন যে তাঁরা ধোনির সঙ্গে কথাবার্তার পথ খোলা রাখবেন এবং আইপিএল-এ তাঁর পারফরম্যান্সের উপর ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: আইপিএল চ্যাম্পিয়নদের ‘প্রাইজ মানি’ এবার ২০ থেকে কমে ১০ কোটি!

বুধবার সাক্ষাৎকারের সময় মহেন্দ্র সিং ধোনি বাদেও টিম ম্যানেজমেন্টের বিষয়েও প্রশ্ন তোলা হয়। যদিও কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক বছর এই নির্বাচন কমিটির পারফরম্যান্সও বিচার করা হবে। তবে এই সাক্ষাৎকার পর্বের মূল বিষয় ছিলেন ধোনি। যদিও তাঁরা জানিয়েছেন আসন্ন আইপিএলে ধোনির পারফরম্যান্স বিচার করে তবেই তাঁকে আগামী টি২০ বিশ্বকাপে বিকল্প হিসেবে ভাববেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI MS DHONI Mahendra Sing Dhoni
Advertisment