England vs New Zealand Final Live Streaming: কখন আর কোথায় দেখবেন ফাইনাল?
England vs New ZealandFinal Live Streaming: রাত পোহালেই দ্বাদশ বিশ্বকাপের যবনিকা পতন। লর্ডসে শিরোপা নির্ধারক ম্য়াচে ইয়ন মর্গ্য়ানের ইংল্যান্ড ও কেন উইলিয়ামসনের নিউজিল্য়ান্ড। বাইশ গজ পেতে চলেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
England vs New Zealand Live Streaming, England vs New Zealand 2019 Live Telecast
England vs New ZealandFinal Live Streaming: রাত পোহালেই দ্বাদশ বিশ্বকাপের যবনিকা পতন। লর্ডসে শিরোপা নির্ধারক ম্য়াচে ইয়ন মর্গ্য়ানের ইংল্যান্ড ও কেন উইলিয়ামসনের নিউজিল্য়ান্ড। বাইশ গজ পেতে চলেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আপনি জেনে নিন কীভাবে-কোথায় আর কখন এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে পাবেন।
এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ এখনই গগনচুম্বী। আরও চার বছরের অপেক্ষা ফের আসবে বিশ্বকাপ। ফলে শেষটা সকলেই স্মরণীয় করে রাখতে চাইছেন। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছি ঠিকই কিন্তু ক্রিকেটের মক্কায় নীল ঝড় উঠবে বলেই আশা করা যাচ্ছে। খেলাটাকে ভালবেসেই ভারতীয় ফ্যানেরা মাঠ ভরাবেন। এমনটাই খবর পাওয়া যাচ্ছে।