Bangladesh vs Zimbabwe Cricket LIVE Streaming: বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ান-ডে ও দু’ম্যাচের টেস্ট খেলতে এসেছে জিম্বাবোয়ে। ইতিমধ্যেই প্রথম দু’টি ওয়ান-ডে জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে বাংলাদেশ। শুক্রবার অর্থাৎ আগামিকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান-ডে ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা। বাংলাদেশ প্রথম ম্যাচ ২৮ রানে জেতার পর, দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে। বাংলাদেশ চাইবে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করতে। অন্যদিকে জিম্বাবোয়ে চাইবে শেষ ম্যাচ জিতে আত্মসম্মান রক্ষা করতে।
ফের এশিয়া কাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। ফলে সহজ প্রতিপক্ষ জিম্বাবোয়েকে পেয়ে তারা পর্যুদস্ত করার কোনও সুযোগই হাতছাড়া করতে চাইছে না। এদিনেরও ম্যাচেও টাইগার্সদের আধিপত্যই প্রত্যাশিত।
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ কবে?
শুক্রবার, ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ।
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ কোথায় খেলা হবে?
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ।
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ ম্যাচ কখন শুরু?
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ শুরু হবে দুপুর দু’টোয় (ভারতীয় সময়)
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ কোথায় দেখা যাবে?
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ স্টার স্পোর্টস ও স্টার স্পোর্টসের এইচডি চ্যানেলে দেখা যাবে।
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান-ডে ম্যাচ হটস্টার ডট কমে সরাসরি দেখা যাবে।