New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/LL-LEAD.jpg)
Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?
Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: রাত পোহালেই এই মরসুমের প্রথম 'এল ক্লাসিকো'। ইউরোপিয়ান ফুটবলের দুই দৈত্য় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে মহারণে।
Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?
Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: রাত পোহালেই এই মরসুমের প্রথম 'এল ক্লাসিকো'। ইউরোপিয়ান ফুটবলের দুই দৈত্য় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে মহারণে।
হাইভোল্টেজ ম্য়াচের উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্য়ে। সারা পৃথিবীর ফুটবল ফ্য়ানেরা অপেক্ষা করে থাকেন এই ম্য়াচের জন্য়। এই প্রতিবেদনে রইল লা-লিগার ফার্স্ট আর সেকেন্ড বয়ের ম্য়াচ ভারতে কোথায় আর কখন কীভাবে দেখা যাবে!
আরও পড়ুন-UCL Draw: রিয়াল মাদ্রিদের সামনে ম্য়াঞ্চেস্টার সিটি, বার্সেলোনার মুখোমুখি নাপোলি
কবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ?
বুধবার, ১৮ ডিসেম্বর বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ?
কোথায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ?
বার্সেলোনার ঘরের ন্য়ু ক্য়াম্পে হবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ
কখন বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ?
বুধবার সন্ধ্য়া সাতটায় স্পেনে খেলা শুরু হবে। রাত সাড়ে বারোটা থেকে সেই খেলা দেখা যাবে ভারতে।
কোথায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ টিভি-তে কোথায় দেখা যাবে?
ভারতে কোনও টিভি চ্য়ানেলে এই ম্য়াচ সম্প্রচারিত হবে না।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ অনলাইনে কোথায় দেখা যাবে?
একমাত্র ফেসবুকেই এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।
এল ক্লাসিকোতে বার্সেলোনার সম্ভাব্য় একাদশ: টার স্টেগেন, সেমেদো, পিকে, লেংগলেট, আলবা, রাকিটিচ, বুসকেটস, ডে জং, মেসি, সুয়ারেজ ও গ্রিজম্য়ান।
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য় একাদশ: করটোইস, কার্ভাহাল, ভারান, রামোস, মেন্ডি, ক্রুস, ক্য়াসেমিরো, ভালভার্দে, রডরিগো, বেঞ্জেমা ও ভিনিসাস।
রিয়াল মাদ্রিদের কোচ: জিনেদিন জিদান
বার্সেলোনার কোচ: আর্নেস্তো ভালভার্দে