ENG vs WI 1st Test: মার্চ মাসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। তারপর এতদিন বন্ধ ছিল ক্রিকেট। সংক্রমণ না কমলেও আর্থিক সমস্যা মেটাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ক্রিকেট খেলতে উদ্যোগী হয়েছে। করোনা-পরবর্তী সময়ে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
সামাজিক দূরত্ব বিধি মেনে দুই দলই বায়ো নিরাপদ পরিবেশে খেলতে নামবে বুধবার। সাউদাম্পটনের এজেস বোলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে খেলা হবে ম্যানচেস্টারে।
পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মধ্যে এখনও পর্যন্ত ১৫৭টি টেস্ট খেলেছে। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড ৫৭ এবং ইংরেজরা ৪৯ টেস্ট জিতেছে। বাকি ৫১ টি টেস্ট ড্রয়ে পর্যবসিত হয়েছে।
ইংল্যান্ডের মাটিতে ১৯৮৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জেতেনি। তবে গত বছরই উইজদেন ট্রফিতে জয়লাভ করে ক্যারিবিয়ানরা, নিজেদের দেশের মাটিতে ইংরেজদের ২-১ এ হারিয়ে।
স্কোয়াড:
ইংল্যান্ড- বেন স্টোকস, জেমস আন্ডারসন, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জোফ্রে আর্চার, রোরি বার্নস, জ্যাক ক্রলি, জো ডেনলি, অলি পোপ, জোস বাটলার, ডোম সিবলে, ক্রিস ওকস, মার্ক উড
ওয়েস্ট ইন্ডিজ- জেসন হোল্ডার, জার্মাইন ব্ল্যাকউড, ক্রেগ ব্রেথওয়েট, ক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নোয়াল, সমারা ব্রুকস, শেন ডোরিচ, চেমার হোল্ডার, সাই হোপ, আলঝারি জোসেফ, রেমন রেইফার, কেমার রোচ
ম্যাচ ডিটেলস:
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট কখন শুরু?
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু বুধবার। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু দুপুর সাড়ে তিনটায়। টস হবে তিনটের সময়।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট কোথায় খেলা হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট খেলা হচ্ছে সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট এর সম্প্রচার কোথায় হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট খেলা সরাসরি দেখা যাবে সনি সিক্স এসডি ও এইচডি-তে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ের জন্য চোখ রাখুন www.indianexpress.com/sports এ।