IND vs WI Cricket LIVE Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের চতুর্থ ম্যাচ সোমবার। খেলা হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ টাই হয়ে যায়। পুণেতে তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানরা কামব্য়াক করে দুরন্ত ভাবে। ৪৩ রানে ম্যাচ জিতে নেয় দ্বীপপুঞ্জের দেশ।
পুণের মাটিতে হার ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এবার ঘুম থেকে ওঠার সময় হয়ে এসেছে। যে উইন্ডিজ দল টেস্ট সিরিজে অসহায় আত্মসমপর্ণ করেছিল, তারা কিন্তু বদলে গিয়েছে। বলতে গেলে উইন্ডিজ এখন ‘ওয়েল অয়েলড মেশিন’ । সিরিজের তিন ম্যাচেই বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। তাঁর কাছে শতরান করাটা এখন রুটিনের মতো হয়ে গিয়েছে। কিন্তু দলের বাকি ব্যাটসম্যান, মূলত মিডল অর্ডার নিয়ে ভাবনার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের। যসপ্রীত বুমরাও সেভাবে দাগ কাটতে পারেননি গত ম্যাচে। টিম ইন্ডিয়াকে একটা বিষয় মাথায় রাখতেই হবে। দুয়ারে বিশ্বকাপ। আর এখান থেকেই তৈরি হবে দল। মুুম্বইতে জিততে মরিয়া ভারত।
IND v WI, When and Where to Watch India vs West Indies 4th ODI Cricket Match LIVE Streaming Online
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ কবে?
সোমবার, ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ ম্যাচ কখন শুরু?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
কোন কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ?
সরাসরি ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস ১ এবং ১ এইচ ডি, সিলেক্ট ১ ও সিলেক্ট ১ এইচ ডি-তে এবং হিন্দি ১ ও হিন্দি ১ এইচ ডি-তে।
অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে কীভাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে এই সাইটে অর্থাৎ https://bengali.indianexpress.com/ – এ।
Indian Express Bangla provides latest bangla news headlines from around the world. Get updates with today's latest Sports News in Bengali.