scorecardresearch

IND vs AUS 3rd T20I LIVE Streaming: কখন আর কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ?

India vs Australia 3rd T20I Live Streaming: অস্ট্রেলিয়ার জার্সিতে দু’বছর পর টি-২০ ফর্ম্যাটে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। ২০১৬-র পর থেকে অজিদের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেখা যায়নি তাঁকে।

3rd T20I India vs Australia LIVE Score and Streaming:কোথায় আর কখন দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ম্য়াচ? (ছবি টুইটার)
3rd T20I India vs Australia LIVE Score and Streaming:কোথায় আর কখন দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ম্য়াচ? (ছবি টুইটার)

Ind vs Aus 3rd T20I LIVE Streaming: আজ অর্থাৎ রবিবার চলতি টি-২০ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ। গাবায় রুদ্ধশ্বাস ম্যাচ চার রানে জিতেই সিরিজের শুভারম্ভ করেছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। গত শুক্রবার বৃষ্টির জন্য মেলবোর্নে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এদিন কোহলিদের জিততেই হবে। নাহলে সিরিজে নাম লিখিয়ে ফেলবেন ফিঞ্চরা। তাঁরা এই মুহূর্তে ১-০ এগিয়ে।

এদিন অস্ট্রেলিয়ার জার্সিতে দু’বছর পর টি-২০ ফর্ম্যাটে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। ২০১৬-র পর থেকে অজিদের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেখা যায়নি তাঁকে। বিলি স্ট্যানলেকে মেলবোর্নে ওয়ার্ম-আপ করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তেই স্টার্ককে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

India vs Australia 2nd T20I: When and Where To Watch Live Telecast, Live Streaming of Ind vs Aus match online

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ কবে?

রবিবার, ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ম্য়াচ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০  কোথায় খেলা হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ কখন শুরু?

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০ থেকে।

কোন কোন টিভি চ্যানেলে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ দেখা যাবে?

স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস থ্রি-তে ইংরেজি ও হিন্দিতে সরাসরি দেখা যাবে। এই চ্যানেলগুলোর এইচডি প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচ। এই সিরিজের অফিসিয়াল সম্প্রচারক স্টার।

অনলাইনে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচ দেখা যাবে কীভাবে?

হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে এই সাইটে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: When and where to watch ind vs aus 3rd t20i live