IND vs WI 1st T20I Live Cricket Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

India vs West Indies, Ind vs WI 1st T20I Live Cricket Score Streaming Online:  আর কয়েক ঘণ্টা পরেই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ। হায়দারবাদে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও কায়রন পোলার্ডরা।

India vs West Indies, Ind vs WI 1st T20I Live Cricket Score Streaming Online:  আর কয়েক ঘণ্টা পরেই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ। হায়দারবাদে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও কায়রন পোলার্ডরা।

author-image
IE Bangla Web Desk
New Update
When and where to watch IND vs WI 1st T20I?

IND vs WI 1st T20I Live Cricket Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ? (ছবি-টুইটার, বিসিসিআই)

India vs West Indies, Ind vs WI 1st T20I Live Cricket Score Streaming Online:  আর কয়েক ঘণ্টা পরেই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ। হায়দারবাদে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও কায়রন পোলার্ডরা।

Advertisment

রোহিত শর্মার নেতৃত্বে গতমাসেই বাংলাদেশকে টি-২০ সিরিজে হারিয়েছিল ভারত। সিরিজে বিশ্রামে ছিলেন কোহলি। ফের একবার ক্য়াপ্টেনসির ব্য়াটন তাঁর হাতে।

চলতি বছর অগাস্টে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সব ফর্ম্য়াটে হোয়াইটওয়াশ করেছিল ভারত। কোহলি চাইবেন সেই পারফরম্য়ান্সেরই পুনরাবৃত্তি। দেখা যাক কী ফল হয়। উত্তর দেবে সময়

Advertisment

কবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ?

শুক্রবার, ৬ ডিসেম্বর ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ

কোথায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ?

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ।

কখন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ?

ভারতীয় সময় সন্ধ্য়া ৭টা থেকে শুরু ম্য়াচ। প্রথামাফিক ৩০ মিনিট আগে টস।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ টিভি-তে কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস এইচডি-তে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচ অনলাইনে কোথায় দেখা যাবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হট স্টারে। লাইভ স্কোর ও আপডেট দেখতে চোখ রাখুন IndianExpress.com. -এ

Virat Kohli West Indies India