India Vs WI 2nd ODI Live Streaming: তিন ম্য়াচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সেই মেজাজেই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারত। কিন্তু বাধ সাধে বৃষ্টি। গত বৃহস্পতিবার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্য়াচটাই বৃষ্টিতে পরিত্য়ক্ত হয়ে যায়। মাত্র ১৩ ওভার খেলার পরেই বৃষ্টির জন্য় ম্য়াচ পরিত্য়ক্ত হয়ে যায়। আজ দু'দলের সমর্থকরা ও ক্রিকেটাররা চাইছেন ম্য়াচ পুরো হোক।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে কবে?
রবিবার, ১১ অগাস্ট অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচ কোথায় খেলা হবে?
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচটি অনুষ্ঠিত হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচ কখন শুরু?
ভারতীয় সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচ শুরু হবে সন্ধ্য়া ৭টায় ।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে?
টিভি-তে সনি টেন ওয়ান (ইংরাজি) ও সনি টেন থ্রি (হিন্দি) চ্য়ানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ।
অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ কোথায় দেখা যাবে?
সনি লিভে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
আজকের পর ফের ১৪ তারিখ সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ অনুষ্ঠিত হবে এই মাঠে। এরপর টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকাতে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।