Advertisment

কোথায়, কখন দেখবেন গোলাপি বলের টেস্ট, জানুন বিস্তারিত

মাঠে উপস্থিত থাকবেন ক্রীড়া ও রাজনৈতিক নক্ষত্ররা। তাঁদের বর্ণাঢ্য উপস্থিতিতেই শুরু হবে খেলা। ম্যাচের আগে ইডেনের ঘণ্টা বাজিয়ে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

ইডেনে অনুশীলনে টিম ইন্ডিয়া (সিএবি টুইটার)

ইন্দোর টেস্টে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। এবার দ্বিতীয় টেস্টে খেলতে নামার অপেক্ষা। ইডেন গার্ডেন্সে অবশ্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দুই দেশ। গোলাপি বলের দিন-রাতের টেস্টে খেলতে হবে ভারত-বাংলাদেশকে। ঐতিহাসিক টেস্টে নামার আগে কোহলি জানিয়ে দিয়েছেন, গোলাপি বলে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ভারতকে। সবথেকে বড় চ্যালেঞ্জ অবশ্যই ব্যাটিং ও ফিল্ডিং। এর সঙ্গে যোগ হবে শিশির। শিশিরের জন্যই খেলা একঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

Advertisment

মাঠে উপস্থিত থাকবেন ক্রীড়া ও রাজনৈতিক নক্ষত্ররা। তাঁদের বর্ণাঢ্য উপস্থিতিতেই শুরু হবে খেলা। ম্যাচের আগে ইডেনের ঘণ্টা বাজিয়ে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা। তারকাখচিত ঐতিহাসিক ম্যাচে কারা জয়লাভ করে, সেটাই আপাতত দেখার।

ঐতিহাসিক টেস্টের বিস্তারিত জেনে রাখুন-

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে?
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর, শুক্রবার।

আরও পড়ুন মমতা-সৌরভের জন্য মিষ্টি নিয়ে শহরে রুনা লায়লা, সুরের ঝড়ের অপেক্ষায় ইডেন

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু।

আরও পড়ুন দাদার মন্ত্রেই বাইশ গজে সাফল্য, বলছেন বাংলাদেশের শাহরিয়ার হোসেন বিদ্যুৎ

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

Test cricket Eden Gardens
Advertisment