Advertisment

India vs Bangladesh, FIFA World Cup Qualifiers: কোথায় কখন দেখবেন ম্যাচ, জেনে নিন বিস্তারিত

India vs Bangladesh WCQ Live Streaming: সুনীল ছেত্রী প্রত্যাবর্তন করছেন বাংলাদেশ ম্যাচে। অভিজ্ঞতা, ধারে-ভারে ভারত অনেকটাই এগিয়ে বাংলাদেশের তুলনায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian football team

অনুশীলনে ভারতীয় দল (টুইটার)

When and where to watch IND vs BAN WCQ Live Telecast: যুবভারতীতে মঙ্গলবার সন্ধেয় মহাযুদ্ধ। ভারত বনাম বাংলাদেশ একে অন্যের বিপক্ষে নামছে গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ ম্যাচে ভারত কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। বাংলাদেশ আবার কাতারের বিপক্ষে হেরে ভারতের বিপক্ষে ফিফা কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামছে। আগের ম্যাচে ভারত সুনীল ছেত্রীকে ছাড়াই কাতারের বিপক্ষে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছিল। এবার সুনীল ছেত্রী প্রত্যাবর্তন করছেন বাংলাদেশ ম্যাচে। অভিজ্ঞতা, ধারে-ভারে ভারত অনেকটাই এগিয়ে বাংলাদেশের তুলনায়। তবে কোচ ইগর স্টিম্যাচ বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ফুটবলারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন। পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে পুরো পয়েন্টই ঘরে তুলতে হবে ভারতকে।

Advertisment

আরও পড়ুন কতটা শক্তিশালী বাংলাদেশ দল, জেনে নিন খুঁটিনাটি

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কবে?
ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি ১৫ অক্টোবর, মঙ্গলবার।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন চার বাংলাদেশি ডিফেন্ডার মার্ক করবে, সুনীল আনলেন চা পানের প্রসঙ্গ

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ স্টার স্পোর্টস-৩ এ দেখা যাবে।

আরও পড়ুন FIFA WCQ: ‘সিটি অফ জয়’তে এসে গুরপ্রীত সিং সান্ধুর জীবনের বৃত্ত সম্পূর্ণ হল

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-এ

ভারত স্কোয়াড: গুরপ্রীত সিং সাঁধু, কমলজিৎ সিং, অমরিন্দর সিং (গোলকিপার), প্রীতম কোটাল, রাহুল ভেকে, আনাস, আদিল খান, নরেন্দর গহৌলত, সার্থক গোলুই, মন্দার রাও দেশাই, শুভাশিস বোস (ডিফেন্ডার), উদান্তা কুমাম, নিখিল পূজারি, বিনীত রাই, অনিরুদ্ধ থাপা, আবদুল সাহাল, রেনিয়েল ফার্নান্ডেজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লালরিনজুয়ালা ছাংতে, আশিক কুরিয়ান (মিডফিল্ডার), সুনীল ছেত্রী, বলবন্ত সিং, মনবীর সিং (ফরোয়ার্ড)

বাংলাদেশ স্কোয়াড: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, শাহিদুল ইসলাম সোহেল (গোলকিপার), বিশ্বনাথ ঘোষ, রহমত মিঁয়া, ইয়াসিন খান, তুতুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রফি, ইয়াসিন আরাফাত, রাইয়ান হোসেন (ডিফেন্ডার), জামাল ভুইঞাঁ, বিপলু আহমেদ, রবিউল হাসান, সোহেল রানা, আরিফুর রহমান, মামুনুল ইসলাম, মহম্মদ ইব্রাহিম (মিডফিল্ডার), তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, মতিন মিয়াঁ, মাহবুদুর রহমান সুফিল, জুয়েল রানা, সাদ উদ্দিন (ফরোয়ার্ড)

Read the full article in ENGLISH

Bangladesh indian football team Indian Football
Advertisment