Advertisment

মালিঙ্গার ইয়র্কার বনাম কোহলির ছক্কা! কোন চ্যানেলে কটায় দেখবেন?

ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ফর্ম্যাটের ক্রিকেটে টিম ইন্ডিয়া অতীতে কখনও হারেনি। ২৭ হাজার দর্শক আসন সম্পন্ন হোলকার স্টেডিয়ামে ভারত এর আগে একটা টি২০, ৫টা ওয়ান ডে এবং দুটো টেস্ট খেলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Lasith Malinga

বিরাট কোহলি ও লাসিথ মালিঙ্গা (বিসিসিআই টুইটার)

India vs Sri Lanka T20 Match Live Telecast: বছরের প্রথম ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের হাজার হাজার ক্রিকেট দর্শকদের হতাশ করেছে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও অনভিজ্ঞ গ্রাউন্ডসম্যানরা মাঠ শুকিয়ে খেলা চালু করতে পারেনি। স্টিম রোলার, হেয়ারড্রায়ার নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি। পাশাপাশি আউটফিল্ডের কভারের লিক থাকায় জলের অনুপ্রবেশ আটকানো যায়নি। এতে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভিজে থকথকে থেকেছে। চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে আসাম ক্রিকেট সংস্থার কর্তাদের।

Advertisment

সমর্থকদের স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হোলকার স্টোডিয়ামে ম্যাচের সময়ে পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়ার মতো কোহলিরাও চাপমুক্ত মনে খেলতে নামবে দ্বিতীয় টি২০ ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ফর্ম্যাটের ক্রিকেটে টিম ইন্ডিয়া অতীতে কখনও হারেনি। ২৭ হাজার দর্শক আসন সম্পন্ন হোলকার স্টেডিয়ামে ভারত এর আগে একটা টি২০, ৫টা ওয়ান ডে এবং দুটো টেস্ট খেলেছে। আটবারই জয়ী দলের নাম ভারত।

আরও পড়ুন সাক্ষী-অনুষ্কার সম্পর্ক বহু পুরনো, জানতেন না ধোনি-কোহলিও

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ কবে?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচটি ৭ জানুয়ারি, মঙ্গলবার।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.০০টা থেকে শুরু। টস হবে সন্ধে সাড়ে ৬টার সময়।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডিতে দেখা যাবে।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?

হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

Sri Lanka Virat Kohli
Advertisment