India vs West Indies T20 LIVE Streaming: রবিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই সিরিজ ২-১ জিতে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। নির্জীব ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যদিও ভারত চাইবে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করে সিরিজের শেষটাও মধুর করতে। ইডেনে প্রথম ম্যাচে ভারত পাঁচ উইকেটে জয় পাওয়ার পর লখনউয়ে রোহিতরা ৭১ রানে ম্যাচ জিতে নেয়। আজ চেন্নাইয়ের সমর্থকরা দেখতে পাবেন না মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল-এর সৌজন্য চেন্নাই হয়ে উঠেছে মাহির দ্বিতীয় ঘর। ধোনিকে না-পাওয়ার আক্ষেপ তাঁদের মধ্যে রয়েছে।
আগামিকাল মাঠে দেখা যাবে না দলের তিন নিয়মিত বোলার যসপ্রীত বুমরা, উমেশ যাদব ও কুলদীপ যাদবকে। তাঁর পরিবর্তে সিদ্ধার্থ কাউল সুযোগ পেয়েছেন। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দু’জনেই রয়েছেন দুরন্ত ফর্মে। অস্ট্রেলিয়া সফরের আগে লোকেশ রাহুল ও ঋষভ পন্থরা আরও একবার নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পাবেন। ভুবনেশ্বর কুমার ও খালিল আহমেদকে দেখা যাবে বোলিং বিভাগের পুরোধা হিসেবে। কুলদীপের পরিবর্তে স্পিনিং ব্যাটন উঠবে যুজবেন্দ্র চাহালের হাতে।
India vs West Indies 3rd T20 cricket match when and where to watch LIVE streaming
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ কবে?
রবিবার, ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-২০ কোথায় খেলা হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ কখন শুরু?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাতটার সময়। টস হবে সাড়ে ছ’টায়। সন্ধ্যে ছ’টা থেকে শুরু হয়ে যাবে লাইভ সম্প্রচার।
কোন কোন টিভি চ্যানেলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখা যাবে?
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস থ্রি-তে ইংরাজি ও হিন্দিতে সরাসরি দেখা যাবে। এই চ্যানেলগুলোর এইচডি প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচ। এই সিরিজের সরকারি সম্প্রচারক স্টার।
অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখা যাবে কীভাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে এই সাইটে অর্থাৎ https://bengali.indianexpress.com/ – এ।