Advertisment

IPL 2020 Players Auction Live Streaming: কোথায়-কখন দেখবেন নিলাম, কাদের দিকে থাকবে চোখ?

IPL 2020 Players Auction Live Streaming: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সিটি অফ জয় কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে IPL 2020 নিলাম। ১৩তম সংস্করণের কে খেলবেন কোন টিমে তা ঠিক হয়ে যাবে এদিনই।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL auction 2020 today: Timing, venue and top players to watch out for

IPL 2020 Players Auction Live Streaming: কোথায়-কখন দেখবেন নিলাম, কাদের দিকে থাকবে চোখ?

IPL 2020 Players Auction Live Streaming: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সিটি অফ জয় কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে IPL 2020 নিলাম। ১৩তম সংস্করণের কে খেলবেন কোন টিমে তা ঠিক হয়ে যাবে এদিনই। ক্রিকেট ফ্য়ানেদের চোখ থাকবে এই মেগা নিলামেই।

Advertisment

৯৯৭ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। তার মধ্য়ে থেকেই চূড়ান্ত তালিকায় ঠাঁই পেলেন ৩৩২ জন। এই তালিকায় ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ২৪ জন নতুন প্লেয়ার রয়েছেন।

 IPL 2020 Players Auction Live

আরও পড়ুন-IPL 2020 auction: কলকাতায় ৩৩২ জন খেলোয়াড় উঠছেন নিলামে, রইল সম্পূর্ণ তালিকা

এবার সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন কারা?

এবার সাতজন ওভারসিস ক্য়াপড প্লেয়ার সর্বোচ্চ বেস প্রাইজ ২ কোটি টাকায় নিজেদের নাম রেখেছেন। তাঁদের মধ্য়ে পাঁচজনই অস্ট্রেলিয়ার। তাঁরা হলেন প্য়াট কামিন্স, জোশ হ্য়াজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্য়াক্সওয়েল। বাকি দুই বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ।

এবার আলোচনায় থাকছেন কে?

বয়স ১৪ বছর ৩৫০ দিন। নাম নুর আহমেদ। আফগানিস্তানের চায়নাম্য়ান বোলারই এবারের নিলামের পুুলে কণিষ্টতম প্লেয়ার। তাঁর বেস প্রাইজ ৩০ লাখ টাকা। রশিদ খান ও মহম্মদ নবির দেশের এই ক্রিকেটারকে নিয়েই উত্তেজনার পারদ চড়েছে।

কবে হচ্ছে  IPL 2020 নিলাম অনুষ্ঠান?

১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে IPL 2020 নিলাম।

কখন হবে IPL 2020 নিলাম অনুষ্ঠান?

দুপুর ২টো ৩০ মিনিটে শুরু হবে IPL 2020 নিলাম অনুষ্ঠান।

কোথায় অনুষ্ঠিত হবে IPL 2020 নিলাম অনুষ্ঠান?

এই প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে IPL 2020 মেগা নিলাম অনুষ্ঠান।

 টিভিতে কীভাবে IPL 2020 নিলাম লাইভ দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে IPL 2020 নিলাম লাইভ দেখা যাবে।

অনলাইনে কীভাবে IPL 2020 নিলাম লাইভ দেখা যাবে?

হটস্টারে লাইভ স্ট্রিম করে দেখা যাবে IPL 2020 নিলাম লাইভ।

IPL 2020 নিলাম লাইভের আপডেট ও অনান্য় বিস্তারিত তথ্য় কোথায় দেখা যাবে?

IPL 2020 নিলাম লাইভের আপডেট ও অনান্য় খবর জানতে চোখ রাখুন https://bengali.indianexpress.com/sports/-এ

IPL Kolkata Knight Riders
Advertisment