scorecardresearch

বিশ্বকাপ জয়ের পর প্ৰথমবার মাঠে মেসিরা! আর্জেন্টিনা-পানামা ম্যাচ কবে, কোথায়, কোন চ্যানেলে দেখবেন

চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্ৰথমবার মাঠে নামবেন মেসিরা। এবার মেসিদের প্রতিপক্ষ পানামা

বিশ্বকাপ জয়ের পর প্ৰথমবার মাঠে মেসিরা! আর্জেন্টিনা-পানামা ম্যাচ কবে, কোথায়, কোন চ্যানেলে দেখবেন

Argentina vs Panama live score streaming: বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্ৰথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামছেন লিওনেল মেসি। রাজধানী বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার প্রতিপক্ষ পানামা। স্টেডিয়ামে ৮৩ হাজারের কাছাকাছি দর্শক আসবে, ধরেই এগোচ্ছেন আয়োজকরা।

মুদ্রাস্ফীতির কারণে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নেই। এমন অবস্থায় মেসিদের আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম-ও বাড়িয়ে দেওয়া হয়েছিল।।তা সত্ত্বেও দেড় লাখ দর্শক টিকিটের জন্য আবেদন করেছেন। টিকিটের দাম রাখা হয়েছে ৫৯ থেকে ২৪১ মার্কিন ডলার।

আর মেসিদের চাক্ষুস করার জন্য বিশাল অর্থ খরচেও রাজি সকলে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া জানিয়েছেন, এই ম্যাচ কভার করার জন্য দেশীয় তো বটেই আন্তর্জাতিক মিডিয়াও উঠেপড়ে লেগেছে। ১ লক্ষ ৩১ হাজার মিডিয়া আক্রিডিটেশন অনুরোধ এসেছে।

কোচ লিওনেল স্কালোনি বলেছেন গত বছর ফাইনালে কাতারকে পেনাল্টিতে হারানোর পর আসন্ন সমস্ত আন্তর্জাতিক ম্যাচে নিজেদের মান অনুযায়ী খেলতে হবে আর্জেন্টিনীয়দের।

বৃহস্পতিবারের ম্যাচ যেভাবে দেখা যাবে জেনে নিন বিস্তারিত:

আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ কবে?
আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ ২৩ মার্চ (GMT অনুযায়ী) এবং ২৪ মার্চ (ভারতীয় সময় অনুযায়ী)

আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ কোথায় হবে?
আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে খেলা হবে।

আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ শুরু হবে সকাল ৫ টায়। বাংলাদেশি সময় অনুযায়ী, সকাল সাড়ে ৫ টায়।

আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ কীভাবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
আর্জেন্টিনা বনাম পানামা প্রীতি ম্যাচ ভারত-বাংলাদেশে লাইভ স্ট্রিমিং যেমন দেখা যাবে না, তেমন কোনও টিভি চ্যানেলেও সম্প্রচারিত হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ম্যাচ দেখা যাবে ফানাটিজ পিপিভিতে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: When and where to watch lionel messi led argentina vs panama match live streaming details