Ind vs NZ 5th ODI Live Streaming Online: আগামিকাল পাঁচ ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। ইতিমধ্যেই সিরিজের দখল নিয়েছে ভারত। কিন্তু গত ম্যাচে হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের জন্য আট উইকেটে হারতে হয়েছে তাদের। শেষ ম্যাচ জিতে রোহিতরা চাইবেন মধুরেণ সমাপয়েৎ ঘটাতে। দেখে নিন কখন আর কোথায় এই ম্যাচ দেখতে পাবেন।
India vs New Zealand 5th ODI Live Streaming
When and Where to Watch Ind vs NZ 4th ODI Live Streaming
ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ কবে?
রবিবার, ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ও শেষ ওয়ান-ডে।
ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ কোথায় খেলা হবে?
আরও পড়ুন: নিউজিল্যান্ডের সুইংয়ের সামনে কেন অসহায় ভারতের ব্যাটিং লাইন আপ?
ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ কখন শুরু?
ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে শুরু। লাইভ সম্প্রচার তার ৩০ মিনিট আগেই শুরু হয়ে যাবে।
কোন কোন টিভি চ্যানেলে ভারত বনাম ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে?
স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি, এই চ্যানেলগুলোর এইচডি প্ল্যাটফর্মেও (হিন্দি ও ইংরাজিতে) দেখা যাবে ম্যাচ। এই সিরিজের সরকারি সম্প্রচারক স্টার। ডিডি ন্যাশনাল (ডিডি ওয়ান), ডিডি স্পোর্টসেও খেলা দেখা যাবে।
অনলাইনে ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে কীভাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/ – এ।