/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/RCB-vs-MI-2019-Mumbai-Indians-vs-Royal-Challengers-Bangalore.jpg)
RCB vs MI 2019, Mumbai Indians vs Royal Challengers Bangalore
আজ আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা। এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বের দুই অন্যতম সেরা ব্যাটসম্যানের দ্বৈরথ দেখতে প্রস্তুত আইপিএল। বিরাটের দল আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল। চেন্নাই সুপার কিংসের কাছে সাত উইকেটে হেরেছিল। অন্যদিকে রোহিতের মুম্বইকেও প্রথম ম্যাচে দিল্লির কাছে ৩৭ রানে হারতে হয়েছিল। আজ দু'দলই জয়ের জন্য ঝাঁপাতে চাইবে।
এই প্রতিবেদনে রইল কোথায়, কখন এবং কীভাবে দেখবেন, এই খেলা তার বিস্তারিত বিবরণ। প্রতিটি বলের আপডেট এবং লাইভ ধারাভাষ্যের জন্য আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খেলার লাইভেই চোখ রাখতে পারেন। এছাড়াও দেখার আরও অনান্য উপায়ও থাকছে আপনার কাছে। টিভি সেটের সামনে না-থাকলেও সমস্যা হবে না কোনও।
IPL 2019, RCB vs MI Live Streaming
আরও পড়ুন: আম্পায়ারের কোন সিদ্ধান্ত মানতে পারলেন না দীনেশ-রবিনরা?
মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ কবে?
বুহস্পতিবার, ২৮ মার্চ অনুষ্ঠিত হবে মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ।
মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ কোথায় খেলা হবে?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে অনুষ্ঠিত হবে মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ।
মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ কখন শুরু?
মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। টস ঠিক তার আধ ঘণ্টা আগে।
কোন টিভি চ্যানেলে মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ দেখা যাবে?
Star Sports 1, Star Sports 2, Star Sports 3, এবং Star Sports 1 টেলিভিশন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
অনলাইনে মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/sports/-এ। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হটস্টার, এয়ারটেল টিভি অ্যাপ ও জিও টিভি অ্যাপে সরাসরি লাইভ দেখতে পাবেন এই খেলা।