Team India Matches: শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল এখন দীর্ঘ বিশ্রামে। বিশ্বের অন্যতম ব্যস্ত দলের এমন বিশ্রামের সুযোগ বিরল। কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত শ্রীলঙ্কার কাছে ১১০ রানে বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে। এই জয় শ্রীলঙ্কার জন্য ঐতিহাসিক ছিল। ১৯৯৭ সাল থেকে ২৭ বছরের মধ্যে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে এটাই শ্রীলঙ্কার প্রথম জয়।
টি২০ বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা সফর ছিল ভারতের প্রথম আন্তর্জাতিক সফর। এই সফর তিন ম্যাচের টি২০ সিরিজ দিয়ে শুরু হয়েছিল। টি২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৩-০ ব্যবধানে জয়ী হয়েছে। এরপর শুরু হয় একদিনের ম্যাচের সিরিজ। সেই সিরিজে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের সঙ্গে সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছে। এই তারকা খেলোয়াড়দের উপস্থিতি সত্ত্বেও, ভারত টি২০ সিরিজের মত একদিনের সিরিজ জিততে পারেনি। দ্বীপরাষ্ট্রের দলকে হোয়াইটওয়াশ করা দূরে থাক ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে।
সেসব এখন ক্লোজড চ্যাপ্টার। আপাতত বিশ্রামে ভারতীয় দল। এরপর ভারতীয় দলের খেলা সেপ্টেম্বরে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ দিয়েই ভারতীয় দল আবার সিরিজের দুনিয়ায় ফিরবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে ২৭ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট হবে ১ অক্টোবর কানপুরে। এই টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন- ছেলের মতই ভালবাসতেন, রাজনীতি নিয়ে আলোচনাই হয়নি! বুদ্ধদেবের প্রয়াণে একেবারে ভেঙে পড়লেন সৌরভ
বাংলাদেশ সিরিজের পর, নিউজিল্যান্ড ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলা তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতে আসবে। টেস্ট সিরিজের পরে, ভারত চার ম্যাচের টি২০ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় যাবে। দক্ষিণ আফ্রিকা সফর চলবে ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। ভারত ২০২৪ সালের শেষ সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ২২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।