ইতিহাস গড়ে ফেলেছে মহিলাদের আইপিএলের নিলাম পর্ব। ইতিহাসের সাক্ষী থাকল সোমবার। মহিলাদের কেরিয়ার অপশনের তালিকার স্বচ্ছন্দে শীর্ষে উঠে এল ক্রিকেট। রাতারাতি পুরুষ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে মিলিয়নেয়ার হয়ে গেলেন মহিলা ক্রিকেটাররা।
মহিলাদের আইপিএল নিলাম থেকে সর্বোচ্চ দর পেলেন স্মৃতি মান্ধানা। আরসিবি ৩.৪ কোটি টাকা খরচ করে তুলে নিল বিশ্ব ক্রিকেটের গ্ল্যাম-গার্লকে। গত আইপিএলের মেগা নিলামে অজিঙ্কা রাহানে, বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের আদিল রশিদ, অস্ট্রেলিয়ায় জাম্পারা যে দর পেয়েছিলেন, তাঁদের স্বচ্ছন্দে টপকে গেলেন স্মৃতি।
স্মৃতির পাশাপাশি পিএসএল-এ খেলা বাবর আজম, শাহিন আফ্রিদিদের থেকে বেশি টাকা পাবেন ভারতের মহিলা জাতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (১.৮ কোটি টাকা), অস্ট্রেলিয়ার এশলে গার্ডনার (৩.২ কোটি), এলিসে পেরি (২ কোটি), বেথ মুনি (২ কোটি), নাতালি স্কিভার-ব্রান্টরা (৩.২ কোটি)।
এমন ঐতিহাসিক ইভেন্টের পর শাহিদ আফ্রিদির এক মন্তব্য সম্প্রতি নেতিবাচকভাবে উঠে এসেছে শিরোনামে। নিজের মেয়েদের নিয়েই নারী-বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠে গিয়েছে পাক তারকার ওপর। নিজের আত্মজীবনী 'গেমচেঞ্জার'-এ শাহিদ আফ্রিদি সরাসরি বিতর্কিতভাবে জানিয়ে দিয়েছেন, কখনই নিজের মেয়েকে ক্রিকেট খেলতে দেবেন না তিনি।
পাক ক্রিকেটের আইকন বলেছিলেন, "আজওয়া এবং আসমা সবথেকে ছোট। ওঁরা পোশাক নিয়ে খেলাধুলা করতে ভালোবাসে। বাড়ির মধ্যে থাকলে ওঁদের যেকোনও খেলার অনুমতি দেওয়া রয়েছে। ক্রিকেট? আমার মেয়েদের কখনই ক্রিকেট খেলতে দেব না। ঘরের মধ্যে ওঁরা যা খুশি খেলতে পারে। তবে জনসমক্ষে কোনও খেলার অনুমতি ওঁদের দেব না।"
বিতর্কের এই মন্তব্যের পর ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজেকে ডিফেন্ড করতে পাক ক্রিকেট তারকা টুইটারে লিখে দিয়েছিলেন, "আমার জীবন ওঁদের নিয়েই আবর্তিত হয়। ওঁদের সকলেরই জীবনের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। একজন দায়িত্বশীল পিতা হিসাবে ওঁদের গাইড করা আমার কর্তব্য। কোনও মানুষের কৃতকর্ম দেখে তাঁদের বিচার করি না। অন্যের জীবন নিয়ে মাথা না ঘামাই না। অন্যদের থেকেও এরকম প্রত্যাশা আমার। ঈশ্বর, বিশ্বের সকল মেয়েদের, আমার মেয়েদের রক্ষা করুন।"