PV Sindhu vs Nozomi Okuhara, BWF World Badminton Championships 2019 Final Live Streaming: ফের একবার বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পিভি সিন্ধু। রবিবার জাপানের নোজোমি ওকুহারাকে হারাতে পারলেই ভারতের অলিম্পিক রুপো জয়ী সিন্ধু বিশ্ব ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপে সোনা ছিনিয়ে নেবেন।
দু'বছর আগে এই দুই প্রতিদ্বন্দ্বিই এই আসরে মুখোমুখি হয়েছিলেন। দুর্দান্ত একটা ম্য়াচের পর সিন্ধুকে হারতে হয়েছিল সেবার। সিন্ধু কি পারবেন আজ বদলা নিতে। কোটি কোটি ভারতীয়র চোখ থাকবে এই ম্য়াচের দিকে। এই প্রতিবেদনে রইল কখন আর কোথায় দেখবেন এই ম্য়াচ?
কখন হবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ?
আজ অর্থাৎ রবিবার, ২৫ অগাস্ট হবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ।
কোথায় হবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ?
সুইজারল্য়ান্ডের বাসেলে অনুষ্ঠিত হবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ।
কোন সময়ে দেখা যাবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ?
ভারতীয় সময় বিকেল চারটে থেকে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ শুরু হবে। এটি দিনের দ্বিতীয় ফাইনাল। এবার দেখার বিষয় কখন মহিলাদের ডাবলস ফাইনাল শেষ হচ্ছে।
কোথায় দেখা যাবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ?
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস এইচিডি-তে দেখা যাবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ।
লাইভ স্ট্রিম করে কোথায় দেখা যাবে পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ?
পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্য়াডমিন্ট চ্য়াম্পিয়নশিপ ম্য়াচ অনলাইনে হটস্টারে স্ট্রিম করে দেখা যাবে।
IndianExpress.com. -এ স্ট্রিম করে দেখা যাবে এই ম্য়াচ।