পঞ্জাব কিংসের তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) সম্প্রতি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন। আপাতত তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আর এই শতরানের ইনিংসটা তিনি এমন একটা সময় উপহার দেন, যখন পঞ্জাব ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল। ৪২ বলে প্রিয়াংশের ১০৩ রানের ইনিংস দলকে শুধুমাত্র অক্সিজেনই দেয়নি, জয়ের ভিতটাও মজবুত করেছিল। এই ইনিংসে আর্য ৯ ছক্কা এবং ৭ চার হাঁকিয়েছেন। কিন্তু, কে এই প্রিয়াংশ আর্য? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক এই তরুণ ব্য়াটারের পরিচয়।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে প্রিয়াংশ আর্য নিজের নাম নথিভূক্ত করেছিলেন। কিন্তু, কোনও দলই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। গত বছর দিল্লি প্রিমিয়ার লিগের এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর পরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। অবশেষে এই বছর (IPL 2025) পঞ্জাব কিংস তাঁকে ৩.৮০ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।
মাত্র ৭ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছেন প্রিয়াংশ আর্য। সঞ্জয় ভরদ্বাজের কোচিংয়ে তিনি ক্রিকেটের ব্যাকরণ শিখে নেন। ২০২৩-২৪ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ২২২ রান করেছিলেন। দিল্লির হয়ে তিনি সর্বাধিক রান করার রেকর্ড কায়েম করেন।
প্রিয়াংশ আর্যর ব্যক্তিগত জীবন
- প্রিয়াংশ আর্যর জন্ম তারিখ - ১৮ জানুয়ারি, ২০০১
- বয়স - ২৪ বছর
- জন্মস্থান - দিল্লি
- পড়াশোনা - কুলাচি হংসরাজ মডেল স্কুল, স্বামী শ্রদ্ধানন্দ কলেজ
- শখ - ব্যাডমিন্টন, স্নুকার এবং ঘুরে বেড়ানো
- পছন্দের ক্রিকেটার - গৌতম গম্ভীর
প্রিয়াংশ আর্যর পরিবার
- বাবা - পবন আর্য (শিক্ষক)
- মা - রাধা বালা আর্য (শিক্ষক)
একবার প্রিয়াংশ আর্য জানিয়েছিলেন, তিনি ক্রিকেটার না হলে বাবা-মায়ের মতো শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিতেন। যখন বাবা-মা'কে জানিয়েছিলেন যে তিনি ক্রিকেটার হতে চান, তখন তাঁর পরিবার একটাই শর্তে তা মানতে রাজি হয়েছিল। খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তাহলেই একমাত্র পরিবারের সম্মতি পাওয়া যাবে।
DPL টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন প্রিয়াংশ
দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে প্রিয়াংশ দিল্লি সুপারস্টার্সের হয়ে অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ১০ ইনিংসে মোট ৬০৮ রান করেন। গোটা টুর্নামেন্টে তিনি মোট ২ শতরান এবং ৪ হাফসেঞ্চুরি করেন। একটি ম্য়াচের এক ওভারে তিনি ৬ ছক্কাও হাঁকিয়েছিলেন।
Priyansh Arya IPL 2025: প্রিয়াংশ আর্যর আইপিএল কেরিয়ার
চলতি আইপিএল টুর্নামেন্টে প্রিয়াংশ আর্য এখনও পর্যন্ত ৪ ম্য়াচে ১৫৮ রান করেছিলেন। ডেবিউ ম্য়াচে তিনি ৪৭ রানের একটি নজরকাড়া ইনিংস কেলেছে। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে গুজরাট টাইটান্সকে পরাস্ত করেছিল পঞ্জাব কিংস। রাজস্থানের বিরুদ্ধে তিনি রানের খাতা খুলতে পারেননি। অবশেষে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৩ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন।
প্রিয়াংশ আর্যর ক্রিকেট কেরিয়ার
- প্রিয়াংশ আর্য প্লেয়িং রোল - ওপেনিং ব্য়াটার
- ব্যাটিং স্টাইল - বাঁ হাতি ব্যাটার
- বোলিং স্টাইল - রাইট আর্ম অফব্রেক
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেননি প্রিয়াংশ আর্য। তিনি সাতটি লিস্ট এ ম্য়াচে মোট ৭৭ রান করেন। টি-২০ ক্রিকেটে ২২ ম্য়াচে তিনি মোট ৭৩১ রান করেন। এরমধ্যে ২ সেঞ্চুরি এবং ৩ হাফসেঞ্চুরি রয়েছে।