IPL 2025: আইপিএলের আগামি মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ কে হবেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রিকিং পন্টিং। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রাক্তন ক্রিকেটার পন্টিং চলতি আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন। কিন্তু মরশুম শেষ হতেই পন্টিংকে রিলিজ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতে আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ ২০২৪ আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন। সেই সৌরভের হেড কোচ হওয়া নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালসের আধিকারিকরা মুখ খোলেননি। তবে, মুখ খুললেন পন্টিং। জানিয়ে দিলেন, কাকে দিল্লি ক্যাপিটালস হেড কোচ করতে চলেছে।
দলকে অনেকটা সময় দিতে পারবে, এমন কোচ চায় দিল্লি ক্যাপিটালস
রিকিং পন্টিং জানিয়েছেন, দলকে অনেকটা সময় দিতে পারবে, এমন কোচ চায় দিল্লি ক্যাপিটালস। পন্টিং নিজে ২০১৮ থেকে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস পন্টিংয়ের কোচিংয়েই আইপিএল ফাইনাল খেলেছিল। কিন্তু, ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় দিল্লি। এরপর গত তিন মরশুমে দিল্লি ক্যাপিটালস লিগ পর্যায়ের বেশি এগোতেই পারেনি। আর, সেই কারণেই পন্টিংকে এবার রিলিজ করে দিয়েছেন দিল্লির কর্তারা। তবে, পন্টিং দিল্লির আধিকারিকদের মনোভাব জানেন। তিনি জানিয়েছেন, দিল্লির কর্তাদের এমন কোচ চাই, যিনি আইপিএল না থাকলেও খেলোয়াড়দের সময় দিতে পারবেন। দিল্লি তাদের হেড কোচ হিসেবে এবার কোনও ভারতীয়কেই রাখতে চাইছে। পন্টিংয়ের সঙ্গে আইপিএলের সম্পর্ক বহুদিনের। তিনি ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএল খেলেছেন। আর, মুম্বই ইন্ডিয়ান্স এবং কেকেআরের প্রতিনিধিত্ব করেছেন।
আরও পড়ুন- পাকিস্তানি নাদিম-ও আমার ছেলে! নীরজের মা হৃদয় জিতলেন চার অক্ষরেই, দেখুন বুক গলানো ভিডিও
ইতিমধ্যেই আইপিএলের বড় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের অ্যাকাডেমি তৈরি করেছে। সেই অ্যাকাডেমির ছাত্রদের নিয়েই পরবর্তীতে আইপিএল দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেজন্য অ্যাকাডেমির শিক্ষার্থীদের ভালো কোচের অধীনে প্রশিক্ষণ এবং নানা সুযোগ সুবিধাও দিচ্ছে তারা। আর, এই সব কারণেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখন সারা বছরের জন্য কোচ চাইছে। যিনি আইপিএল হয়ে গেলেও বছরভর ফ্র্যাঞ্চাইজির যুব এবং বালক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাবেন। তাঁদের ভবিষ্যতের বড় খেলোয়াড় হিসেবে তৈরির দায়িত্ব অফসিজনে নেবেন। দিল্লি ক্যাপিটালসও সেই রাস্তায় হাঁটছে। আর, সেই কারণেই দিল্লির এখন বছরভরের জন্য কোচ চাই বলেই পন্টিং জানিয়েছেন।