সে রাতে মাঠ থেকে কাকে ফোন করেছিলেন শামসি?

ধাওয়ানকে ফেরানোর পরেই শামসি বিচিত্র 'শু সেলিব্রেশন' করেন। পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নেন তিনি। তারপর সেটাকে টেলিফোনের মতো কানের কাছে ধরেন শামসি।

ধাওয়ানকে ফেরানোর পরেই শামসি বিচিত্র 'শু সেলিব্রেশন' করেন। পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নেন তিনি। তারপর সেটাকে টেলিফোনের মতো কানের কাছে ধরেন শামসি।

author-image
IE Bangla Web Desk
New Update
Whom does Tabraiz Shamsi call after Shikhar Dhawan wicket?

গব্বরকে আউট করে সে রাতে মাঠ থেকে কাকে ফোন করেছিলেন শামসি? (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

গত রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে নয় উইকেটে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্য়াচের টি-২০ সিরিজ ১-১ শেষ করে প্রোটিয়া। টেস্ট সিরিজ শুরুর আগেই বিরাট কোহলির দলকে একটা বার্তা দিয়েছিল কুইন্টন ডি কক অ্যান্ড কোং। ৫২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে একাই ম্য়াচ বার করে দেন ক্য়াপ্টেন কক। সিরিজের সেরার পুরস্কারও ছিনিয়ে নেন তিনি।

আরও পড়ুন: ভুল বোঝাবুঝি! একই সঙ্গে ব্যাটিংয়ে নেমে পড়ছিলেন শ্রেয়স-ঋষভ

-->
Advertisment

কক ছাড়াও বেঙ্গালুরুতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্পিনার তাবারেজ শামসি। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (২৫ বলে ৩৬) আউট করেছিলেন তিনি। শামসিকে দু'টি ছক্কা হাঁকিয়েছিলেন গব্বর। আউট করার পর তারই বদলা নিয়েছিলেন শামসি। টাইমিং ভুল করায় ধাওয়ান তেম্বা বাভুমার হাতে ধরা পড়ে গিয়েছিলেন। ধাওয়ানকে ফেরানোর পরেই শামসি বিচিত্র 'শু সেলিব্রেশন' করেন। পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নেন তিনি। তারপর সেটাকে টেলিফোনের মতো কানের কাছে ধরেন শামসি।

Advertisment

আরও পড়ুন: কমেন্ট্রিতে কেবিসি ফ্লেভার, অমিতাভ বচ্চনের গলা নকল করলেন সুনীল গাভাস্কর

-->

ম্য়াচের পর একটাই প্রশ্ন ঘুরছিল অনেকের মনে। সেরাতে কাকে ফোন করেছিলেন শামসি? আর উত্তরটা দিলেন দলের ভাইস ক্য়াপ্টেন রানি ফান ডার ডুসেন। তিনি জানালেন শামসির নায়ক প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। তিনি তাঁকেই ফোন করেছিলেন। ডুসেন বলছেন, "শামসি সবসময় ইমিকে (ইমরান তাহির) ফোন করে। ইমি ওর হিরো। ওরা একসঙ্গে প্রচুর কাজ করেছে। ধাওয়ানের মতো বড় উইকেট নিতে পারাটা শামসির জন্য় দুরন্ত ব্য়াপার ছিল। ও ফোনটা ইমিকেই করেছিল।"

cricket