Advertisment

দক্ষিণ আফ্রিকা থেকে তড়িঘড়ি স্ত্রী অনুষ্কার কাছে ফেরেন কোহলি! বিরাটের লন্ডন-রহস্য প্রকাশ্যে এল

লন্ডনে সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা দম্পতিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
BIRAT AND ANUSHKA

টিম ম্যানেজমেন্টকে জানিয়েই বিরাট ছুটি নিয়েছিলেন।

স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা করতে দক্ষিণ আফ্রিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন টিম ইন্ডিয়ার এক্স ক্যাপ্টেন কোহলি। এনিয়ে কম চর্চা হয়নি। কেন বিরাট আচমকা অনুষ্কার কাছে ফিরলেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। ইতিমধ্যে অবশ্য বিরাট ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন। সূত্রের খবর, মেডিক্যাল এমারজেন্সিকে কারণ দেখিয়েই বিরাট দলের কাছে ছুটির আবেদন করেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট অনুমতি দেওয়ার পর, বিরাট সফরের মাঝপথে অনুষ্কার কাছে ফেরেন।

Advertisment

বিরাটের অনুপস্থিতি কীভাবে ভরাট করে হবে, তা ঠিক করে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। সেই মত, ২০ থেকে ২২ ডিসেম্বর, বিরাটকে বাদ দিয়েই প্রিটোরিয়ায় দল ভাবা হয়েছে। দলের কাছে খবর ছিল, বিরাট ২৪ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট খেলবেন।

সূত্রের খবর, বিরাট মুম্বইয়ে নয়, অনুষ্কা শর্মার সঙ্গে লন্ডনে ছিলেন। তা জানার পর, জল্পনা আরও বেড়েছে। অনেকে দাবি করেছেন, কোনও পারিবারিক জরুরি কারণ ছিল না। এমনিই স্ত্রীর সঙ্গে থাকতে লন্ডন গিয়েছিলেন। যাঁরা এই দাবি করছেন, তাঁদের কথাকে একদম উড়িয়ে দেওয়া যায় না।

কোহলিকে এর আগে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের পরেও লন্ডনে অনুষ্কার সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। সেই সময় জানা যায়, স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার সঙ্গে সময় কাটাতেই বিরাট লন্ডনে গিয়েছেন। জানা গেছে, অনুষ্কা বর্তমানে গর্ভবতী। ফের বাবা হতে চলেছেন বিরাট। তবে, কোহলি দম্পতির মধ্যে কেউ, এই খবরের সত্যতা নিশ্চিত করেননি।

আরও পড়ুন- মুম্বইয়ে ইতিহাস! অস্ট্রেলিয়াকে প্ৰথমবার টেস্টে হারিয়ে রেকর্ড জয় টিম ইন্ডিয়ার

১৭ ডিসেম্বর, অনুষ্ঠাকে বিমানবন্দরে দেখা গিয়েছিল। তিনি একটি বড় আকারের জ্যাকেট পরেছিলেন। পরনে ছিল প্যান্ট। সঙ্গে ছিল মেয়ে ভামিকা আর অনুষ্কার মা অসীমা। বিমানবন্দরে অনুষ্কার মায়ের সঙ্গে দেখা গিয়েছে ভামিকাকে। তাতে জল্পনা ছড়ায় যে মেয়ের বেবি বাম্পের কারণেই অনুষ্কার মা তাঁর নাতনির দেখভাল করছিলেন। এই জল্পনা বাড়িয়ে অনুষ্কা এবং বিরাটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে যে, বিরাট-অনুষ্কা একসঙ্গে। আর, অনুষ্কার বেবি বাম্পে আদর করছেন বিরাট। পরে অবশ্য জানা যায়, ছবিটি ২০১৮-র দিওয়ালির সময়কার। সেটাকেই মর্ফ করা হয়েছে। আনুশকা এবং বিরাটের একটি অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে যেখানে ডিভাকে তার স্বামীর সাথে পোজ দেওয়ার সময় তার বেবি বাম্পকে আদর করতে দেখা গেছে। কিন্তু, পরে জানা গেল যে ভাইরাল ছবিটি 2018 সালের দিওয়ালি থেকে মর্ফ করা হয়েছিল।

Britain South Africa Virat-Anushka
Advertisment