Advertisment

KKR: কেকেআরকে না করলেন কেন বিদেশি সুপারস্টার, অবশেষে ফাঁস আসল রহস্য

KKR-Phil Salt: 'ডায়নামিক ব্যাটার' বলে ২২ গজের দুনিয়ায় পরিচিত সল্ট, রয়ের চেয়ে ছয় বছরের ছোট। ঝোড়ো ব্যাটিংয়ে সিদ্ধহস্ত ২৭ বছরের সল্ট সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো সেঞ্চুরি করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jason Roy, KKR

Jason Roy-KKR: রয়ের বদলে সল্টকে নিয়েছে কেকেআর। (ছবি- টুইটার)

KKR replaces Jaosn Roy with Phil Salt: এবার আইপিএল খেলবেন না ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। বছরভর তিনি বিভিন্ন দেশে ম্যাচ খেলে চলেছেন। তাই পরিবারকে সময় দিতেই রয়ের এমন সিদ্ধান্ত। কার্যত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর এই ঘরের ছেলে অবশ্য মানসিকভাবে তাঁর দলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। রয়ের বদলে কেকেআর দলে নিয়েছে রয়েরই স্বদেশীয় ফিল সল্টকে।

Advertisment

'ডায়নামিক ব্যাটার' বলে ২২ গজের দুনিয়ায় পরিচিত সল্ট, রয়ের চেয়ে ছয় বছরের ছোট। ঝোড়ো ব্যাটিংয়ে সিদ্ধহস্ত ২৭ বছরের সল্ট সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো সেঞ্চুরি করেছেন। যার দৌলতে ইংল্যান্ড সিরিজ জিতেছে। সল্ট অবশ্য আইপিএলে নতুন নন। সল্ট ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু, ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ায় নিলামে ওঠেন। কিন্তু, কোনও দল তাঁকে নিলামে কেনেনি। এরপরই কেকেআর ১.৫ কোটি টাকার রিজার্ভ প্রাইসে রয়কে সই করিয়েছে।

কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ, ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই দলের বেশিরভাগ খেলোয়াড় টিমের সঙ্গে যোগ দিয়েছেন। মুম্বইয়ে আইপিএলের জন্য অনুশীলনও চালাচ্ছেন জোরকদমে। রঞ্জির ফাইনাল হলেই তাঁরা কলকাতায় চলে আসবেন। এই পরিস্থিতিতে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের আগামী সপ্তাহের শুরুতে কলকাতায় আসার কথা।

তার মধ্যেই জেসন রয়ের অনুপস্থিতি জল্পনা তৈরি করেছে। কারণ, রয় কার্যত কেকেআরের ঘরের ছেলে। গত বছর রয়ের সঙ্গে কেকেআর বিরাট একটা চুক্তি প্রায় সেরেই ফেলেছিল। সেই চুক্তিটা হলে, শুধু আইপিএল নয়। কেকেআর যেখানেই খেলত, সেখানেই রয়কে দলে দেখা যেত। যদিও শেষ পর্যন্ত চুক্তিটা হয়নি। কিন্তু, তার মধ্যেই আবার রয়কে দেখা গিয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে। আইএল টি২০-র দ্বিতীয় সংস্করণে পার্ল রয়্যালসের হয়ে খেলতে।

আরও পড়ুন- ক্ষমা চাইতে হল রিঙ্কুকে, দিতে হল গিফট-ও! KKR অনুশীলনে নেমেই সামনে এল চড়া ভিডিও

এসব নিয়ে বিতর্ক এড়িয়ে রয় অবশ্য বলেছেন, 'অনেক বিবেচনার পর, আমি এবারের আইপিএল মিস করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। জানুয়ারির শুরু থেকে দূরে থাকার কারণে আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে হবে। সামনের একটা খুবই ব্যস্ত বছর। একটু রিফ্রেশ করে নিতে হবে। আমি পুরো টুর্নামেন্টজুড়ে কেকেআরে আমার বন্ধুদের এবং সতীর্থদের সমর্থন করব। ওঁদের শুভকামনা জানাই।'

IPL KKR Kolkata Knight Riders
Advertisment