Advertisment

বার্সেলোনায় রোনাল্ডিনহোদের এভাবেই সম্মান জানাতেন মেসি! শিক্ষা নিতে পারেন এমবাপে

বার্সেলোনায় মেসির কেরিয়ারের আসল রহস্য ফাঁস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত ফ্রিকিক থেকে ৬০-এর বেশি গোল রয়েছে লিওনেল মেসির। তবে বার্সেলোনায় নিজের কেরিয়ারের শুরুর দিকে মহাতারকা মোটেই ফ্রিকিক নিতেন না। সেই সময়ে ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সেলোনায় গোলকিপার কোচ ছিলেন হুয়ান কার্লোস উনঝে। তিনি জানাচ্ছেন, মেসির যখন সিনিয়র দলে আত্মপ্রকাশ হয়, তিনি সেই সময় মার্কুয়েজ, ডেকো এবং রোনাল্ডিনহোদের অনুশীলন দেখেই যেতেন। তিনজনই ফ্রিকিক মারায় পারদর্শী ছিলেন।

Advertisment

স্পোর্টসক্রীড়ায় উনঝে জানাচ্ছেন, "মেসি যখন ফার্স্ট টিমে জায়গা পেয়ে যায়, সেই সময় ও রোনাল্ডিনহো, ডেকো এবং রাফা মার্তিনেজের অনুশীলন ফলো করত, যাঁরা ফ্রিকিক মারায় দুনিয়া সেরা ছিলেন। অনুশীলন শেষ হওয়ার পরেও ওঁরা থেকে যেতেন। সেই সঙ্গে মেসিও থাকতেন। একটা বলের ওপর বসে ওঁদের ফ্রিকিক অনুশীলন দেখত মেসি।"

উনঝে একসময় থাকতে না পেরে জিজ্ঞাসাও করেন, লা মাসিয়া একাডেমিতে ফ্রিকিক মারলেও বার্সেলোনার ফার্স্ট টিমে কেন তিনি ফ্রিকিক নিচ্ছেন না! মেসি সেই সময় বলতেন, "আমার সময় এখনও আসেনি।" উনঝে জিজ্ঞাসা করতেন, "আমি ওঁকে প্রশ্ন করতাম, লা মাসিয়ায় তোমাকে ফ্রিকিক মারতে দেখেছি। এখানে ফ্রিকিক অনুশীলন করছ না কেন?" মেসির জবাব ছিল, "এখন আমার সময় আসেনি। ডেকো, রোনাল্ডিনহো, মার্কুয়েজের সময় এখন। ১৬ বছর বয়সেই মেসি সিনিয়রদের সম্মান দিতেন।"

তবে রোনাল্ডিনহোদের জমানা শেষের পর মেসির যুগ শুরু হয় বার্সেলোনায়। ফ্রিকিক মারায় দক্ষতা অর্জন করে কাঁপিয়েছেন বছরের পর বছর। বক্সের বাইরে থেকে দুরূহ কোন থেকে বল সোয়ার্ল করিয়ে জালে জড়ানো মেসির ট্রেডমার্ক শট হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও পেসে গোলকিপারকে পরাস্ত করে ফ্রিকিক থেকে গোলও করেছেন একাধিকবার। ২০০৮ সাল থেকে প্রত্যেক বছরে অন্তত একটি করে ফ্রিকিক থেকে গোল করেছেন মেসি। যা এখনও রেকর্ড।

নিজে সম্মানীয়। অতীতে সিনিয়রদের সম্মান দিতে কার্পণ্য করেননি মেসি। সাম্প্রতিক অতীতে মেসিকে বারেবারেই অসম্মান করার অভিযোগ উঠেছে কিলিয়ান এমবাপের বিরুদ্ধে। তিনি কিন্তু মেসির অতীত থেকে শিক্ষা অর্জন করতে পারেন।

Read the full article in ENGLISH

leo messi Barcelona Lionel Messi
Advertisment