Mohammed Siraj dropped from Team india Champions Trophy Squad: তারকা পেসার মহম্মদ সিরাজ শনিবার মুম্বাইয়ে ঘোষিত ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পাননি। স্কোয়াড থেকে বাদ পড়তেই ব্যাপক চমক সৃষ্টি হয়েছে। সিনিয়র পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামির পাশাপাশি বাঁ হাতি দ্রুতগতির বোলার অর্শদীপ সিংহকে দলে রাখা হয়েছে।
গত তিন বছরে এই ফরম্যাটে ভারতের প্রধান পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র ছিলেন ৩০ বছর বয়সী সিরাজ। মাত্র ৪৪টি ওয়ানডে ম্যাচে ৭১ উইকেট রয়েছে হায়দরাবাদি তারকার। ২০১৩ সালে এশিয়া কাপ জয়ী হওয়ার সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে কেরিয়ারের সেরা ৬/২১ বোলিং করে যান। তারপর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও সিরাজ ১৪ উইকেট নিয়েছিলেন।
বুমরা এবং শামির অনুপস্থিতিতে আক্রমণের নেতৃত্ব দেওয়ার পরেও, সিরাজকে বাদ দেওয়া হয়েছে এবার। তার জায়গায় মাত্র আটটি ওয়ানডে খেলা বাঁ হাতি পেসার অর্শদীপকে রাখা হয়েছে। তিনজনের পাশাপাশি হার্দিক পান্ডিয়া দুবাইয়ে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস বোলিং অলরাউন্ডার হিসাবে খেলবেন।
বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে তারা পেস আক্রমণে বৈচিত্র্য আনতে চান এবং বুমরার জায়গায় বাকিদের দেখে নিতে চান।
রোহিত বলেছেন, "আমরা নিশ্চিত নই যে জসপ্রীত বুমরা খেলবেন কিনা। তাই আমরা এমন কাউকে চেয়েছিলাম যে নতুন বল এবং পুরনো বলে বোলিং করতে পারে। এ কারণেই আমরা অর্শদীপ সিংকে নিয়েছি। কারণ ওঁর ডেথ ওভারে বোলিং করার দক্ষতা রয়েছে। সিরাজের কার্যকারিতা আবার অনেকটাই নতুন বল কেন্দ্রিক। ওঁর বাদ পড়া দুর্ভাগ্যজনক।”
প্রেস কনফারেন্সে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের পাশে বসে এমনটাই বলেছেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্যও সিরাজকে দলে রাখা হয়নি। সেখানে বুমরার জায়গায় সিমার হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।