Morne Morkel appointed India men's bowling coach: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন গ্রেট পেস বোলার মরনে মর্কেলকে ভারতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ নিয়োগ করা হয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বুধবার পিটিআইকে এমনটাই বলেছেন। তিনি বলেছেন, নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর পছন্দের সাপোর্ট স্টাফদের নিয়োগ করছেন। ৩৯ বছর বয়সি মরনে মর্কেলকে, পরস মামব্রের বদলে ভারতের বোলিং কোচ করা হয়েছে। তিনি ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট থেকে ভারতের বোলিং কোচের দায়িত্ব নেবেন। মর্কেলের সঙ্গে বিসিসিআই তিন বছরের চুক্তি করেছে। তাঁকে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এই ব্যাপারে জয় শাহ শাহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'হ্যাঁ, মরনে মর্কেলকে ভারতীয় সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে।' গম্ভীরের সাপোর্ট স্টাফ দলের অন্য সদস্যরা হলেন- সহকারি কোচ অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ রায়ান টেন ডয়েসচেট। মর্কেলকে গম্ভীর দীর্ঘদিন ধরেই পছন্দ করেন। ভারতের হয়ে দুটি আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টসের পরামর্শদাতা হিসেবে মর্কেল কাজ করেছেন। মর্কেল দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪টি টি২০ খেলেছেন। তিনি মোট ৫৪৪টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।
আপাতত মর্কেল আগামী মাসের শুরুতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্টিং করবেন। তিনি দলীপ ট্রফির খেলা দেখবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় ক্রিকেট একাডেমিতে এই দক্ষিণ আফ্রিকান কোচ ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএর বোলিং প্রধান ট্রয় কুলির সঙ্গে বৈঠক করবেন। সূত্রের মতে, বোলিং কোচ হিসেবে লক্ষ্মীপতি বালাজি এবং আর বিনয় কুমারের মত অন্যান্যদের কথা ভাবা হয়েছিল। কিন্তু, গম্ভীরের সুপারিশে মর্কেলকে সরাসরি নিয়োগ করা হয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে, 'ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) ম্যান্ডেট ছিল প্রধান কোচের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া। যখন সাপোর্ট স্টাফের পছন্দের কথা আসে, তখন গম্ভীরের পছন্দকে প্রাধান্য দেওয়া অপরিহার্য ছিল। তিনি মরনের সঙ্গে কাজ করেছেন। আর, তাঁকে বোলিং কোচ হিসেবে বেশ গুরুত্ব দেন।'
বোর্ডের ওই সূত্র আরও জানিয়েছেন, 'গম্ভীরের জন্যই বালাজি বা বিনয়ের নাম বোলিং কোচ হিসেবে বিবেচনা করা হয়নি। তাছাড়া নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় সিরিজ শুরু হবে। সেখানে দক্ষিণ আফ্রিকান বোলারের কোচিং বেশ উপযোগী হতে পারে। কারণ, তিনি নিজেও বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো সাফল্য পেয়েছেন। তাছাড়া আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ আছে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠে, তাহলে আরও একটা ম্যাচ হতে পারে।' আর, এসব কথা মাথায় রেখেই বোর্ড মনে করেছে যে দ্রাবিড়-যুগের মামব্রের বদলে মর্কেলই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে সবচেয়ে যোগ্য।
ডেল স্টেইনের পাশাপাশি, বোলার হিসেবে মর্কেল বেশ উল্লেখযোগ্য ছিলেন। আইপিএলের সুবাদে তিনি মায়াঙ্ক যাদব, আভেশ খান, যশ ঠাকুরদের সঙ্গে রীতিমতো পরিচিত। এর মধ্যে মর্কেল আইপিএলের গত দুই মরশুমে মায়াঙ্কের সঙ্গে কাজও করেছেন। ফলে ভারতীয় দলের খেলোয়াড়দের অনেকের সঙ্গেই কাজ করতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। এই পরিস্থিতিতে আঘাত সারিয়ে ফেলা মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজদের তিনি কেমনভাবে সামলান, সেটাই এখন দেখার।