T20 World Cup: রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দু'জনেই আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও আছেন দুই অভিজ্ঞ খেলোয়াড়ই। এতদিন টি২০-র ভারতীয় দল রোহিত-বিরাটকে ছাড়াই ভাবা হচ্ছিল। এবার তাঁরা দলে ঢুকলে নতুন ব্যাটিং ক্রম কেমন হবে, তা নিয়ে বহু আলোচনা হচ্ছে। পাশাপাশি, রোহিত ও কোহলি কেন ২০২২, টি২০ বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ততম ফরম্যাটে ছিলেন না, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। এবার তাতে ইতি ঢেলে সত্যিটা ফাঁস করলেন নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান এমএসকে প্রসাদ। তিনি চলতি বছরের জুনে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি২০ বিশ্বকাপে রোহিত ও বিরাটের অন্তর্ভুক্তিতেও সওয়াল করেছেন।
প্রসাদ বলেছেন, 'রোহিত এবং বিরাটকে দক্ষিণ আফ্রিকায় কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছিল। আমার মনে হয় একদিনের বিশ্বকাপের মত একটি মেগা ইভেন্টের পরে এটার দরকার ছিল। ওঁদের এই ধরনের বিরতির প্রয়োজন ছিল। সৌভাগ্যের ব্যাপার যে, ওঁরা সুস্থ আছেন। বিরতি পেয়ে তাই ওঁদের ভালোই হচ্ছে বলা যায়। তাছাড়া, তরুণ খেলোয়াড়রাও যথেষ্ট ভালো খেলছেন। তাই, বিরাট এবং রোহিত যে টি২০ বিশ্বকাপের অংশ হবেন, তাতে কোনও সন্দেহ নেই। সেই কারণেই তাঁদের আফগানিস্তান সিরিজ থেকেই টি২০ খেলা শুরু করা উচিত।'
প্রসাদ বলেন, 'প্রশ্ন উঠছে, কেন তারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খেলেননি? তাঁরা না-খেলার কারণ হল, আমরা একটি একদিনের বিশ্বকাপের দিকে যাচ্ছিলাম। তাই আমরা প্রধানত ওয়ান ডে-তে ফোকাস করতে চেয়েছিলাম। এই কারণেই তাঁরা অন্যদের জায়গা ছেড়ে দিয়েছিলেন। ২০ বিশ্বকাপের জন্য তরুণদেরকে দেখেও নেওয়া গিয়েছে। আমাদের লক্ষ্যটা পরিষ্কার। আমরা যখন ওয়ান ডে বিশ্বকাপের দিকে এগোচ্ছি, তখন ওয়ান ডে-তে ফোকাস করাই ভাল। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও ছিল। এখন যেহেতু আমরা টি২০ বিশ্বকাপের দিকে যাচ্ছি, তাঁদের আবার টি২০-তে ফিরে আসা উচিত।'
আরও পড়ুন- দলের প্রধান সেনাপতিই নেই প্রথম টি২০-তে! আফগান-যুদ্ধের আগেই ছত্রখান টিম ইন্ডিয়া
নির্বাচক কমিটির প্রধান হিসেবে প্রসাদের চার বছরের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হয়েছে। টি২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তিনি কাকে চাইছেন, সেই ব্যাপারেও মুখ খুলেছেন প্রসাদ। তিনি বলেন, 'আমি মনে করি বিরাট, রোহিতের পাশাপাশি শামি, বুমরাহ, সিরাজ, জাদেজা এবং হার্দিককে রাখা উচিত। এছাড়া শ্রেয়াস আইয়ার এবং সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়রাও আছেন। যদি কেএল রাহুল উইকেট কিপিং করেন, তাহলে আপনার দ্বিতীয় কিপার কে? ঋষভ পন্থ ফিট হয়ে গেলে কী হবে? ঈশান কিষান প্রস্তুত প্রস্তত হয়ে গেলে তখন কী হবে? যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের ফর্মের বিষয়টিও একটি ফ্যাক্টর হবে। মোট কথা, ফর্ম দেখেই টিম বাছাই করা উচিত। আইপিএলে কে কেমন খেলছে, সেটা দেখা দরকার। যাঁর পারফরম্যান্স ভালো হবে, তিনিই সুযোগ পাবেন।'