Advertisment

Shubman Gill: ভাইস ক্যাপ্টেন হয়েও দ্বিতীয় টি২০-তে কেন বাদ শুভমান! আসল রহস্য ফাঁস ম্যাচ শুরু হতেই

Shubman Gill vice captain of Team India: শুভমান গিলকে কেন বাইরে বসাল টিম ইন্ডিয়া, জেনে নিন কারণ

author-image
IE Bangla Sports Desk
New Update
Subhman Gill, Team India, শুভমান গিল, টিম ইন্ডিয়া,

Subhman Gill-Team India: গিল একদিনের ক্রিকেট এবং টি২০, উভয় দলেরই সহ-অধিনায়ক। (ছবি- টুইটার)

India vs Sri Lanka 2nd t20, Shubman Gill: তিনি দলের সহ-অধিনায়ক। কিন্ত, তারপরও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলছেন না শুভমান গিল। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০-তে তিনি ভারতীয় একাদশে অনুপস্থিত। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০-তে শনিবার ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন। মাত্র ১৬ বলে ৩৪ রান করেছেন। তাঁর আক্রমণাত্মক সূচনা, যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের জোরদার পারফরম্যান্স ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাত্র ২০ ওভারে মেন-ইন-ব্লু ৭ উইকেটে তুলেছিল ২১৩ রান।

Advertisment

তারপরও, গিলকে দ্বিতীয় টি২০ থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তরুণ ব্যাটারের ঘাড়ে খিঁচুনি ধরেছে। তাই গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন ভারতীয় স্কোয়াডে ঢুকেছেন। গিলের স্থলাভিষিক্ত হয়েছেন, যদিও পাল্লেকেলের এই ম্যাচে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন ঋষভ পন্থই।

শুভমান গিল, গত টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব পর্যন্ত রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন। এরপর বিসিসিআই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য একটি দ্বিতীয় শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে। সেখানে শুভমানকে ভারতীয় দলের অধিনায়ক মনোনীত করা হয়। তরুণ ওপেনার অধিনায়ক হিসেবে আফ্রিকান দেশটিতে গিয়ে আফ্রিকার দলকে ৪-১ ব্যবধানে হারিয়ে ভারতের হাতে সিরিজ তুলে দেন। দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগের পর, গিলকে ওয়ানডে এবং টি২০ উভয় ফরম্যাটেই ভারতীয় দলের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজেই সাদা বলের ফরম্যাটে ভারতীয় দলের স্থায়ী সহ-অধিনায়ক হিসেবে গিলের কার্যকালের সূচনা হয়েছে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ সিরিজে ভারত আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গিলের আক্রমণাত্মক ইনিংস ছাড়াও ওই ম্যাচে যশস্বী জয়সওয়াল (৪০), সূর্যকুমার যাদব (৫৮) এবং ঋষভ পন্থ (৪৯) রান করেছেন। যা ভারতকে স্কোরকে ভালো জায়গায় নিয়ে যায়।

আরও পড়ুন- অলিম্পিকে পদকজয়ের আগে থেকেই কোটিপতি মানু ভাকের, সরকারের খরচের পরিমাণ জানলে চমকে উঠবেন

শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভালো শুরু করলেও রান তাড়া করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। ১৪ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ১৪০। সেখানে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা পরবর্তী ৯ উইকেট হারিয়ে ফেলে মাত্র ৩০ রানের মধ্যে। রিয়ান পরাগ মাত্র ৮ বলে তিনটি উইকেট নেন। অক্ষর প্যাটেল এবং আরশদীপ সিং নেন দুটি করে উইকেট। তিনটি টি২০ ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় ভারত তিনটি একদিনের ম্যাচ খেলবে। গত বছর বিশ্বকাপের পর প্রথমবারের মতো একদিনের ফরম্যাটে খেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।

Srilanka Cricket News Shubman Gill T20 Indian Cricket Team
Advertisment