মহেন্দ্র সিং ধোনিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে না বিশ্রামে পাঠানো হয়েছে তা নিয়ে দেশজুড়ে একটা বিতর্ক চলছেই। জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ যদিও বলেছেন যে, জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ধোনির দরজা বন্ধ হয়নি। ভবিষ্য়তের কথা ভেবেই বোর্ড টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিকল্প কোনও উইকেটকিপার-ব্যাটসম্যান তাঁরা বেছে নিতে চান। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ ডজন টি-২০ ম্যাচে তাঁকে বাদ দিয়েই দল বেছে নেওয়া হয়েছে। যদিও অনেক প্রাক্তনের মতেই ধোনিকে হয়তো সম্ভবত আর নীল জার্সিতে টি-২০ খেলতে দেখা যাবে না।
বিতর্কের মাঝেই মাঠে ধোনি বুঝিয়ে দিলেন যে, তাঁর ফিটনেস ও ক্ষীপ্রতা আজও সেই একই জায়গায় আছে। যা ছিল বহু বছর আগেও। ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটের পিছনে ব্র্যান্ড ধোনিকে দেখে মুগ্ধ টুইটার। পুণেতে একটি অসাধারণ ক্যাচ নিয়েছেন মাহি আর মুম্বইয়ে চোখের পলক ফেলার আগে করেছেন স্টাম্পিং।
আরও পড়ুন: বিশ্রাম নয়, বাদই দেওয়া হল মহেন্দ্র সিং ধোনিকে
????????
Diving @msdhoni! How good was that catch from MSD?
????????https://t.co/wR8PWuocvN #INDvWI pic.twitter.com/KVJFoa7ZO7
— BCCI (@BCCI) October 27, 2018
Did you see superman Mahi take the catch?#Dhoni haters can go eat crow!
????????????????????#INDvsWI #MSDhoni pic.twitter.com/IOt7UZ7w0E— Arnaz Bisney (@ArnazBisney) October 27, 2018
Magnificent Flying Catch by MSD ????#Dhoni❤️ #GodOfWicketKeeping #INDvWI pic.twitter.com/5z3G5w06u1
— Varunkumar Reddy (@im_varunkumar07) October 27, 2018
গত শনিবার পুণে ম্যাচের কথায় আসা যাক। যসপ্রীত বুমরাকে ম্যাচের ছ’নম্বর ওভারটা তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। আর তখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান চন্দ্রপল হেমরাজ ১৫ রানে ব্যাট করছিলেন। বুমরার শট বল হুক করেন হেমরাজ। সেই বল ফলো করে ধোনি থার্ডম্যান পর্যন্ত পৌঁছে গিয়ে দুরন্ত ডাইভ দিয়ে ক্যাচটা গ্লাভসবন্দি করেন। যা দেখে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপারকে অনেকেই ‘সুপারম্যান’ বলে আখ্যা দিয়েছেন। গতকাল অর্থাৎ মুম্বইয়ে চতুর্থ ওয়ান-ডে মাহি বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করেন। রবীন্দ্র জাদেজার ফ্লাইট মিস করেন কেমো পল। ম্যাচের ২৭.৫ ওভারের ঘটনা এটা। ১৯ রানে ব্যাট করা কেমো পলের বেল ছিটকে দিতে ধোনি নিলেন ০.০৮ সেকেন্ড।
#unbelievable stumping for thala DHONI # pic.twitter.com/r5hn85kFml
— Dhonikarthi (@Dhonikarthi9) October 30, 2018
That lightning fast stumping from @msdhoni
Was that out? Jadeja asked. The MS Dhoni smile said it all.
????️????️https://t.co/EEw6PxJIaK #INDvWI pic.twitter.com/4tR8NGZBub
— BCCI (@BCCI) October 29, 2018
— Nishchay Juneja (@nishchay_juneja) October 29, 2018