Advertisment

মদ খেয়ে ফ্রাইং প্যান দিয়ে বউকে উত্তাল মার! পুলিশের ফোকাসে এবার বিনোদ কাম্বলি

ফের মদ্যপ অবস্থায় শিরোনামে উঠে এলেন কাম্বলি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মদ্যপ অবস্থায় স্ত্রীকে নিগ্রহের অভিযোগে এবার বিনোদ কাম্বলির নামে থানায় অভিযোগ দায়ের করা হল। স্ত্রী আন্দ্রেয়া হেউইট অভিযোগ করেছেন তাঁকে শারীরিকভাবে তো বটেই গালিগালাজও করেছেন কাম্বলি। তবে অভিযোগের প্রেক্ষিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisment

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বান্দ্রায় ক্রিকেটারের বাড়িতে এই ঘটনা ঘটে। আন্দ্রেয়ার অভিযোগ ফ্রাইং প্যানের হাতা দিয়ে কাম্বলি তাঁকে আক্রমণ করে বসেন। সেই আঘাতে মাথায় চোট পেয়েছেন তিনি। বান্দ্রা পুলিশের তরফে পিটিআই-কে এমনটাই জানানো হয়েছে। পরে আন্দ্রেয়াকে ভাবা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্দ্রেয়ার অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাম্বলির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করার প্ররোচনা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিল ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Read the full article in ENGLISH

Indian Cricket Team Mumbai Police
Advertisment