Advertisment

ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে বোর্ড, এখন থেকেই শুরু জল্পনা

সদ্য প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ যেমন জানিয়েই দিলেন, সামনে যদি টি২০ বিশ্বকাপ খেলার পরিকল্পনা থাকে বোর্ডের তাহলে হয়ত ধোনিকে ডাকা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুশীলনে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটাররা। সূত্রের খবর, শীঘ্রই একটি ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানেই দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। তবে, জল্পনা উঠে গিয়েছে সেই ক্যাম্পে কি ডাক পাবেন মহেন্দ্র সিং ধোনি নাকি তাঁকে ব্রাত্য রেখেই এগিয়ে যাবে বোর্ড।

Advertisment

এখনো সরকারিভাবে সেই ট্রেনিং ক্যাম্পের কথা স্বীকার না করলেও জুলাইয়ের তৃতীয় সপ্তাহের পর নিরাপদ জায়গায় সেই ক্যাম্প আয়োজনের কথা ভেবে রেখেছে বোর্ড। সমস্যার কারনে একান্তই সেই ক্যাম্প না করা গেলে আইপিএলে সংশ্লিষ্ট দলের জার্সিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

সেই ক্যাম্পে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তো বটেই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ডাকা হবে। তবে ধোনিকে ডাকা হবে কিনা, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সদ্য প্রাক্তন নির্বাচক প্রধান যেমন জানিয়েই দিলেন, সামনে যদি টি২০ বিশ্বকাপ খেলার পরিকল্পনা থাকে বোর্ডের তাহলে হয়ত ধোনিকে ডাকা হবে। যদি দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি হয়, তাহলে সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুলদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে, ধোনিকে বাদ দিয়েই। তবে প্রসাদের যুক্তি, আবাসিক ক্যাম্পে ধোনিকে রাখলে উঠতি ক্রিকেটারদের সুবিধা হবে।

ধোনির বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ আশিস নেহরা আবার সাফ জানাচ্ছেন, "যদি আমি জাতীয় নির্বাচক হতাম। তাহলে আমার দলে অবশ্যই ধোনি থাকবে। তবে ধোনি খেলতে চায় কিনা, সেটা বড় বিষয়।" নেহেরা আরো বলছেন, আইপিএল যদি হয়, তাহলে সেখানে নিজেকে প্রমাণ করে ফের একবার জাতীয় দলে সুযোগ করে নিতে পারবেন মাহি।

ধোনির বদলে হরভজন সিং আবার জাতীয় দলের ক্যাম্পে নতুন প্রতিভাদের দেখতে চান। তিনি বলেছিলেন, "আমি ঐ ক্যাম্পে সূর্যকুমার যাদব, উঠতি স্পিন তারকা (রবি বিশ্নোই) এবং যশস্বী জয়সোয়ালকে দেখতে চাই। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মেশার একটা সুযোগ ওদের দেওয়া উচিত। আর সূর্যকে তো টি২০ বিশ্বকাপে খেলানো উচিত। তাই ও-র এটা প্রাপ্য।"

ধোনি জাতীয় দলের জার্সিতে এক বছরেরও বেশি সময়ে নেই। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল। সেই জন্যই আইপিএলের প্রস্তুতিতে চেন্নাইয়ের ক্যাম্পেও গিয়েছিলেন। সেখানে নেটে পুরোনো ফর্মেই পাওয়া গিয়েছে সুপারস্টারকে।

তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল বিশ বাঁও জলে। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।

জাতীয় দলের এক নির্বাচক ধোনির ফেরা নিয়ে নেতিবাচক। জানালেন, "একবছরের বেশি খেলেনি ও। কোন অবস্থায় রয়েছে সেটা কেউ জানে না। এমনকি শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০তেও নেওয়া হয়নি। তাই ধোনিকে যদি ক্যাম্পে ডাকা হয়, তাহলে অবাকই হব।"

MS DHONI
Advertisment