Matt Henry Injury: বড় ধাক্কা নিউজিল্যান্ডের, চোট পাওয়া ম্যাট হেনরি কি খেলবেন ফাইনালে?

Matt Henry Injury: গত সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে হ্যামস্ট্রিং ইনজুরি পাওয়া হেনরির স্ক্যান রিপোর্টের ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Matt Henry injury

চোট পেয়েছেন ম্যাট হেনরি Photograph: (টুইটার)

Matt Henry Injury: ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে আঘাত নিয়েও খেলতে পারেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আঘাত নিয়েও মাঠে নামতে পারেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। গত সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে হ্যামস্ট্রিং ইনজুরি পাওয়া হেনরির স্ক্যান রিপোর্টের ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisment

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড সাংবাদিকদের বলেন, "ম্যাটের ব্যথা এখনও রয়েছে। আমরা পরবর্তী ২৪ ঘণ্টা তার অবস্থার ওপর নজর রাখবো। স্ক্যানের পরই স্পষ্ট হবে তিনি ফাইনালে খেলতে পারবেন কি না।" হেনরি এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন—৮ ম্যাচে ১১টি উইকেট শিকার করেছেন তিনি। যদি হেনরি ফিট না থাকেন, তাহলে কাইল জামিয়েসনকে তার বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে।

এদিকে, কোভিড থেকে সুস্থ হয়ে টিমে ফিরেছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। তার ফিরে আসায় বোলিং লাইনআপে শক্তি বাড়বে নিউজিল্যান্ডের। ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এই উচ্চমাত্রার উত্তেজনাপূর্ণ লড়াইটি শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রিকেট বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ এই ম্যাচকে ঘিরে।

Champions Trophy New Zealand New Zealand Cricket Team