সেঞ্চুরিয়নের পর এবার কেপ টাউন। দল ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ভারতীয়দের। কিন্তু, তা কতটা সম্ভব, তা নিয়ে এখনও ধন্দ কাটেনি। রাতারাতি, কীসের জাদুকাঠিতে সেঞ্চুরিয়নের ব্যর্থতা কেউটাউনে উধাও হয়ে যাবে, সেই প্রশ্ন অনেকেরই। বিশেষ করে কেপটাউনে ভারতের অতীত ভালো নয়। ভারতীয় দলের কাছে জয়ের কাছাকাছি এসে সুযোগ হারানোর উদাহরণ এই উদাহরণ। যার সম্পর্কে একথা কথাই বলা যায়, 'কেপ অফ মিসড চান্স'।
আরও পড়ুন- নিউজিল্যান্ডকে অপমানই করল ‘দক্ষিণ আফ্রিকা’! কিউইদের হয়ে বিস্ফোরণ এবার স্টিভ ওয়ার
রাহুল দ্রাবিড়ের দল ওয়েস্ট ইন্ডিজের বাইরে শেষ ছয় টেস্টে পাঁচ ম্যাচে হেরেছে। ভারতীয় দলের বহু পুরোনো কিছু ত্রুটি আবার দেখা দিয়েছে। স্ন্যাপ-অফ-দ্য-ফিঙ্গারস ভেঙে পড়া, অসঙ্গতিপূর্ণ টপ-থ্রি, রান ডাউন দ্য অর্ডারের অভাব, লোয়ার-অর্ডারকে পালিশ করতে না-পারা, লিস্টলেস সাপোর্ট বোলার, ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা- এই সব লক্ষণগুলি ৯০ এর দশকে ফিরে যাওয়ার ইঙ্গিতবাহী। তাই যশস্বী জয়সওয়ালের মত খেলোয়াড়রা যত তাড়াতাড়ি ফর্মে ফিরতে পারবেন, ততই তাঁর এবং দল, উভয়ের জন্যই মঙ্গল। না-হলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুর্দান্ত ফল সমালোচকরা ভুলে যাবেন। যশস্বীকেও উপহাস সহ্য করতে হবে।
আরও পড়ুন- ৪ পেসার, বাদ ২ জন! কেপটাউনেই হয়ত বাংলার তারকা, ভারতের টিম কম্বিনেশনে ব্যাপক চমক
শুধু যশস্বীই বা কেন? শুভমন গিলকে প্রমাণ করতে হবে যে তিনি সত্যিই বিরাট কোহলির উত্তরাধিকারী। একইভাবে শ্রেয়াস আইয়ারকেই নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সেঞ্চুরিয়নে দলের যুব ব্রিগেডের হোঁচট খাওয়া, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুরদের এবার সময় এসেছে নিজেদের উজাড় করে দেওয়ার। ভারতের রিজার্ভ বেঞ্চ যে বিরাট ভরসা জোগাবে, তা-ও নয়। মুকেশ কুমার কতটা সফল হতে পারেন, তা এখনও প্রমাণ হয়নি। উমেশ যাদব, মহম্মদ শামিদের অভাব এই ভারতীয় দলকে এক শূন্যতায় ভরিয়ে দিয়েছে। উমেশের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যেও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন দলকে শক্তিশালী করবে। কিন্তু, একা এক ব্যক্তি একটি দলকে কতটা আর শক্তিশালী করতে পারবেন? শুধু যশস্বীই বা কেন? শুভমন গিলকে প্রমাণ করতে হবে যে তিনি সত্যিই বিরাট কোহলির উত্তরাধিকারী।
আরও পড়ুন- টেস্ট দলে কি বাতিল হচ্ছেন শুভমান! অবশেষে আসল সত্যি জানালেন রোহিত, ফাঁস বড় প্ল্যানিং