মঙ্গলবার ৪৯তম জন্মদিনে পা রাখলেন রাহুল দ্রাবিড়। তারপরে গোটা দিনে টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য উপচে পড়ল শুভেচ্ছা। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি তিনি। ১৬৪টি টেস্ট, ৩৪৪ ওয়ানডে সহ খেলেছেন একটি টি২০ আন্তর্জাতিকও। টেস্ট এবং ওয়ানডেতে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১৩,২৮৮ এবং ১০,৮৮৯। টেস্টে ৩৬টি এবং ওয়ানডেতে ১২টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।
দেড় দশকের বেশি সময় টিম ইন্ডিয়ার জার্সিতে পারফর্ম করার পরে ২০১২-য় সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস
পেশাদারি জীবনে দ্রাবিড়ের আবির্ভাব ২০১৪-য়। রাজস্থান রয়্যালসের মেন্টর হন তিনি। রয়্যালসদের আইপিএলে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়াও ২০১৬, ২০১৭-য় দিল্লি ডেয়ারডেভিলস দলের মেন্টর হয়েছেন।
২০১৫-য় ইন্ডিয়া-এ, অনুর্দ্ধ-১৯ দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন। এরপরে কোচ দ্রাবিড়ের হাত ধরে উত্থান ঘটেছে একের পর এক প্রতিভাবান যুব ক্রিকেটারের। দ্রাবিড়ের কোচিংয়েই অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারত ২০১৮-য় চ্যাম্পিয়ন হয়, পৃথ্বী শ-এর অধিনায়কত্বে। তাঁর দু বছর আগে ঈশান কিষানের অধীনে ভারত যুব বিশ্বকাপে ফাইনালে উঠেও পরাস্ত হয়েছিল। সেই সময়েও কোচ ছিলেন দ্রাবিড়।
২০১৯-এ এনসিএ-র ডিরেক্টর হিসাবে নতুন পদে আসীন হন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দ্রাবিড় শচীন, সৌরভ, ভিভিএস লক্ষ্মণের মত তারকাদের পাশে নিজস্ব দ্যুতিতে উজ্জ্বল ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন