Advertisment

নো-ওয়াইড ছাড়াই ৭ বলে ওভার, বিশ্বকাপের মঞ্চেই এমন অবিশ্বাস্য ঘটনা! কীভাবে সম্ভব, জানুন

টানা তৃতীয় ম্যাচ হেরে বসল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য সাত বলের ওভার দেখতে হল ক্রিকেট বিশ্বকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইংল্যান্ডে হান্ড্রেড টুর্নামেন্ট ক্রিকেটের সূচনা ক্রিকেটের অনেক প্রথাগত নিয়ম ভেঙে দিয়েছে। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ওভারের নিয়ম প্রচলন রয়েছে। তবে হঠাৎ করেই আশ্চর্যজনক ঘটনা ঘটল মহিলাদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে। এক ওভারে করা হল সাত-সাতটা বল, কোনও নো অথবা ওয়াইড বল ছাড়াই।

Advertisment

ম্যাচের ২৭ তম ওভারের ঘটনা। সেই সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করছিলেন সুন লাস এবং লরা উলভার্ট। বোলিং করছিলেন পাকিস্তানের ওমাইমা সোহেল। সেই ওভারে আম্পায়ার নো অথবা ওয়াইড বলের কোনও সিগন্যাল দেননি। সেই ওভারে যদিও ডিআরএসের এক ঘটনা ঘটে। আম্পায়ার সম্ভবত সেই ডিআরএসের বল কাউন্ট করতে ভুলে যান।

আরও পড়ুন: মুম্বই অতীত! মালিঙ্গা এবার IPL-এর অন্য ফ্র্যাঞ্চাইজিতে! মহা ঘোষণা শুক্রবারেই

ওভারের ষষ্ঠ বলে লেগ বিফোর হওয়ার পরে ডিআরএস নিয়ে বাঁচেন প্রোটিয়াজ ব্যাটার সুন লাস। তবে সকলকে অবাক করে দিয়ে সেই ওভার চালিয়ে যান আম্পায়ার। সপ্তম বলে সিঙ্গলস নেন লাস।

সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানে বাজিমাত করে প্রোটিয়াজ মহিলারা। প্ৰথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ২২৩ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার মহিলা দলের অধিনায়ক সুন লাস ম্যাচের পরে দলের ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়ে দেন। "এই জন্যই আমরা ওয়ার্ল্ড কাপ ম্যাচ এত ভালবাসি। কোনও ম্যাচই সহজ নয়। দুটো জয় থেকে।সদর্থক বিষয় নিয়ে আগামী ম্যাচে কীভাবে উন্নতি করা যায়, তা আমরা দেখব। প্রত্যেক ম্যাচ ধরে ধরে আমরা হিসাব করে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ অবদান রাখছে। তৃষা অন্যতম সেরা উইকেটকিপার। ব্যাট হাতে ওঁর অবদান এদিন ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।"

পয়েন্ট টেবিলে জোড়া জয় সমেত দক্ষিণ আফ্রিকা আপাতত তৃতীয় স্থানে। পাকিস্তান শুরুর তিনটে ম্যাচে হেরেই একদম শেষে রয়েছে।

Cricket News ICC Cricket World Cup Cricket World Cup ICC Pakistan Cricket South Africa
Advertisment