/indian-express-bangla/media/media_files/2025/11/03/jhulan-2025-11-03-08-25-25.jpg)
Women’s World Cup 2025: বিশ্বকাপ জয়ের পর হরমনপ্রীত কৌরকে অভিনন্দন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর।
India Women Cricket Team: সময়টা যেন এক আবর্তনের মতো ফিরে এল! ২০১৭ সালের সেই দিনটার কথা আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেন না। বাংলার গর্ব ঝুলন গোস্বামী—হাজার যুদ্ধের সৈনিক, অগণিত জয়ের সাক্ষী—তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনালের শেষ সীমানা টপকাতে পারেননি। গোটা দেশ তখন কেঁদেছিল সেই হার মেনে নিতে না পেরে। কিন্তু আজ, ঠিক আট বছর পর, ২০২৫ সালে, ইতিহাসের পুনর্লিখন করলেন হরমনপ্রীত কৌর ও তাঁর দলবল।
এই জয় কেবল একটি কাপ জেতার গল্প নয়—এ এক অসমাপ্ত স্বপ্ন পূরণের কাব্য। বলা হয়, স্বপ্ন কখনও হারায় না, শুধু সময় নেয় সত্যি হতে। ঝুলনের চোখের জলে মিশে থাকা সেই আক্ষেপ আজ মিশে গেছে হরমনপ্রীতের চোখের গর্বে। বিশ্বকাপের আগে হরমনপ্রীত এক সাক্ষাৎকারে বলেছিলেন—“যেটা দিদি (ঝুলন গোস্বামী)রা পারেননি, সেটা আমরা করে আসব।” গতকাল মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের এই জয় সেই প্রতিশ্রুতির পরিপূর্ণ বাস্তবায়ন।
আরও পড়ুন- Rohit Sharma Emotional: ভারত জিততেই কেঁদে ফেললেন রোহিত? ভাইরাল হল ভিডিও
ফাইনালের প্রতিটি মুহূর্তে দেখা গিয়েছে দলের দৃঢ়তা, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা। এক সময় যখন ম্যাচের গতিপ্রকৃতি টানটান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছিল, তখনও হরমনপ্রীতদের মুখে ছিল এক অদ্ভুত শান্তি—যেন জানতেন, আজ ইতিহাস বদলাবে।
আরও পড়ুন- Top 5 Indian Cricketer: এই ৫ ক্রিকেটারের জন্যই বিশ্বকাপ জিতল ভারত, কাটল ৫২ বছরের খরা!
এই কাপ কেবল হরমনপ্রীত বা ঝুলনের নয়, মিতালি রাজেরও নয়—এটা ভারতের প্রতিটি নারীর, যারা সমাজের হাজার বাধা পেরিয়ে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছেন। এই জয় তাঁদের অবিচল মানসিকতার প্রতীক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us