Advertisment

পুরুষদের ক্রিকেটে বেনজির কীর্তি মা-ছেলের! অবিশ্বাস্য অর্জনে চমকে গেল ক্রিকেট বিশ্ব

বয়স কুড়ির মাঝকোঠায় পৌঁছে যাওয়ার সময় পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন। এই সময়ে পুরুষদের ক্রিকেটে চুটিয়ে খেলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুরুষদের ক্রিকেটে এবার দাপট দেখালেন মহিলা ক্রিকেটার। সঙ্গী হলেন তাঁর সন্তানও। সবমিলিয়ে ক্লাব ক্রিকেটে বেনজির কীর্তি গড়লেন ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার আরন ব্রিনডেল এবং তাঁরই পুত্র হ্যারি ব্রিনডেল। ওপেনিং পার্টনারশিপে দুজনে ১৪৩ রানের জুটি গড়লেন।

Advertisment

ইংল্যান্ডের লিংকন এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগে উইনবি সিসি ট্রোজান এবং নেটেলহ্যাম ক্রিকেট একাডেমি একাদশের খেলা ছিল। সেই ম্যাচেই উইনবি সিসি ট্রোজান দলের হয়ে রবিবার ১৪২ রানের টার্গেট ওপেনিং জুটিতেই তুলে দেন মা-ছেলের জুটি।

আরো পড়ুন: জাতীয় দলের ফুটবলার এখন ইঁটভাটার শ্রমিক! পেট চালানোর তাগিদে নেমে পড়লেন রাস্তায়

আন্তর্জাতিক ক্রিকেটে আরন ব্রিনডেল যথেষ্ট সফল ক্রিকেটার। ইংল্যান্ডের মহিলা দলের হয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ২৮৫২ রান করেছেন। এসেজ জিতেছেন তিনবার। তবে অন্যভাবে এবার নিজের নাম স্মরণীয় করে রাখলেন তিনি। পুরুষদের ক্রিকেটে খেলতে নেমেও শতরানের পার্টনারশিপ গড়লেন তিনি। তাও আবার নিজের ছেলের সঙ্গে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেও আরন ব্রিনডেল দেড়শো রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। জাতীয় দলের অধিনায়কও হয়েছেন কম বয়সে। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।

বয়স কুড়ির মাঝকোঠায় পৌঁছে যাওয়ার সময় পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন। এই সময়ে পুরুষদের ক্রিকেটে চুটিয়ে খেলেছেন। সন্তানের জন্ম দিয়েছেন। তারপর অবসর নেওয়ার আগে পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন।

২০১১ সালে আরন ব্রিনডেল প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পুরুষদের সেমি-প্রফেশনাল ক্রিকেট লিগে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন। সেই বছরেই অক্টোবরে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Women Cricket England
Advertisment