/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/jay-shah-ambani.jpg)
পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি হল ৯৫১ কোটি টাকায়। কিনল ভায়াকম-১৮। সোমবারেই মহিলা আইপিএলের আয়োজনের জন্য মিডিয়া স্বত্ত্বের নিলামের ব্যবস্থা করেছিল বিসিসিআই। সেই নিলামেই বাজিমাত রিলায়েন্সের ভায়াকম-১৮'র।
সোমবার বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ভায়াকম ৯৫১ কোটি টাকায় (২০২৩-২৭ পর্যন্ত) আইপিএলের মিডিয়া স্বত্ত্ব কিনে নিয়েছে। ম্যাচ প্রতি দাম ৭.০৯ কোটি টাকা। পুরুষদের বেতনের সঙ্গে মহিলা ক্রিকেটারদের বেতন সাম্যের পর ফের একবার ঐতিহাসিক নজির গড়ল ভারতীয় বোর্ড।
চলতি বছরের মার্চেই বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএল চালু করতে চলেছে বিসিসিআই। গত ডিসেম্বরে মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের জন্য দরপত্রের আহ্বান করেছিল বিসিসিআই।
তারপরেই ভায়াকম-১৮ বাজিমাত করল। বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি মিডিয়া বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন রিলায়েন্সের নিয়ন্ত্রণাধীন টিভি সংস্থাটিকে। রজার বিনি জানিয়েছেন, "গত কয়েক বছর ধরেই মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজ সেই জনপ্রিয়তার ইঙ্গিত বহন করছে। এই মুহূর্তে মহিলাদের জন্য আইপিএল চালু করা একদম সঠিক সিদ্ধান্ত। মহিলাদের আইপিএলের প্ৰথম সংস্করণের জন্য শুভেচ্ছা রইল।"
কয়েকদিন আগেই মহিলা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্বের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। জয় শাহ জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজনের জন্য অন্যান্য বোর্ডের জন্য আলাপ আলোচনা করে নির্দিষ্ট উইন্ডোর ব্যবস্থা করা হবে।