India vs Bangladesh women t20 series: ফের মহিলা টাইগারদের হারাল ভারত। টি-২০ সিরিজে জয়ের হ্যাটট্রিকে সিরিজ পকেটে পুরল ভারতীয় মহিলা দল। নিয়মরক্ষার দুই ম্যাচ এখনও বাকি। যা বাংলাদেশের কাছে কার্যত সম্মান বাঁচানোর লড়াই। আর, ভারতীয় মহিলা দলের কাছে জয়ের ব্যবধান বাড়ানোর। তার আগে বৃহস্পতিবারের ম্যাচ সাত উইকেটে জিতেছে ভারত।
টস জিতে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন। স্ট্র্যাটেজি খেটে যায়। বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১১৭। জবাবে, ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রা অর্জন করে নেয় মহিলা টিম ইন্ডিয়া। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার জুটি মাত্র ১২.১ ওভারে ৯১ করে। শেফালি ৩৮ বলে তোলেন ৫১ রান। তিনি ৮টি চার মারেন। স্মৃতি মান্ধানা ৪২ বলে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন। শেফালির উইকেট নেন রিতু মনি। আর, মান্ধানার উইকেট নেন নাহিদা আখতার।
শুরুর দিকে অবশ্য বাংলাদেশ বেশ তড়তড় করে এগিয়ে যাচ্ছিল। বিনা উইকেটে ছয় ওভারে তোলে ৪৪। দিলারা আখতার ২৫ বলে ৩৯ করেন। কিন্তু, তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং অর্ডার কার্যত ভেঙে পড়ে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠে দিলারা বেশ কয়েকটি বাউন্ডারিও মেরেছেন। এর আগে এই মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তুলেছিল ১১৯ রান। বৃহস্পতিবার তারা ০-২ পিছিয়ে থাকার জবাব দিতেও মরিয়া ছিল। কিন্তু, শেষ পর্যন্ত আগের ম্যাচের চেয়েও ২ রান কম তুলতে পেরেছেন মহিলা টাইগাররা। আর, সিরিজেও ০-৩ ব্যবধানে পিছিয়ে গেলেন।
আরও পড়ুন- বিশ্বকাপে কেন বাদ রিঙ্কু! শেষমেশ মুখ খুলেই ফেললেন নির্বাচক প্রধান আগারকার, ঝড় আবার
জুনেই পুরুষদের টি-২০ বিশ্বকাপ শুরু। তারপর হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসেবে এই সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। এতদিন ধরে বাংলাদেশের মহিলা দল সবচেয়ে বেশি চিন্তায় ছিল তাদের মিডল অর্ডার নিয়ে। বৃহস্পতিবার দেখাল, সেই চিন্তার যথেষ্ট কারণ আছে। এদিনের ম্যাচে দিলারা ছাড়া বাংলাদেশের কেউ সেভাবে রান তুলতে পারেননি। দিলারা আখতার স্কোর সচল রাখলেও অপর ওপেনার মুর্শিদা খাতুন করেছেন মাত্র ৯ রান। তার মধ্যেই শোভনা মোস্তারি ২০ বলে ১৫ রান করেন। কিন্ত, খারাপ রানিং বিটুইন দ্য উইকেটের জন্য তিনি আউট হয়ে যান।