Advertisment

বিশ্বকাপে মাঠেই লুটিয়ে পড়লেন ক্যারিবীয় তারকা! ভয়াবহ ঘটনায় স্তব্ধ ম্যাচ, দেখুন মর্মান্তিক ভিডিও

মহিলাদের বিশ্বকাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শামিলিয়া কনেল মাঠে লুটিয়ে পড়লেন। সঙ্গেসঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ভয়ানক ঘটনা ঘটল। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন মাঠেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন ক্যারিবিয়ান তারকা শামিলিয়া কনেল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisment

বাংলাদেশ রান চেজ করার সময়ে ৪৭ তম ওভারের ঘটনা। সেই সময়েই দুর্ঘটনা ঘটে যায় মাঠে। ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। চিকিৎসার জন্য আম্পায়ার সাইমন ডুল খেলা স্থগিত রাখতে বাধ্য হন।

ঘটনার সময়ে ম্যাচ উত্তেজক স্থানে পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের শেষ জুটিতে দরকার ছিল ১৯ বলে ১৩ রান। সেই সময়ে মিড উইকেটে ফিল্ডিং করছিলেন কনেল। সেই সময়েই তাঁকে দেখা যায় বুক চেপে মাঠে লুটিয়ে পড়তে। অচৈতন্য হয়ে পড়ার সঙ্গেসঙ্গেই সতীর্থরা ছুটে আসেন তাঁর দিকে।

আরও পড়ুন: কুসংস্কার কিংবা সৌভাগ্য নয়! কেন ৭ নম্বর জার্সি পরেন, ধোনি জানালেন নিজেই, রইল ভিডিও

প্রাথমিক চিকিৎসার পরে উঠে দাঁড়ান তিনি। তারপরে মাঠের এম্বুলেন্সে প্রবেশ করেন। তারপরেই খেলা পুনরায় শুরু করা হয়। কনেল দুর্ঘটনা সত্ত্বেও বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজরা স্মরণীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে।

ম্যাচের সেরা হেইলি ম্যাথিউজ পরে বলে যান, "ওঁকে অভাবে শুয়ে পড়তে দেখে আমাদের সকলের দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল। কী কারণে এরকম ঘটল, তা স্পষ্ট নয়। তবে ও এখন ভাল রয়েছে। ও শক্তিশালী মানসিকতার। দ্রুত ও সুস্থ হয়ে উঠবে আশা করছি।"

জানা গিয়েছে, সঠিক সময়ে চিকিৎসার কারণে আপাতত স্থিতিশীল তিনি। ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের ক্যাপ্টেন স্টেফানি টেলর শামিলিয়ার শারীরিক বিষয়ে আপডেট দিয়েছেন, "ও আপাতত স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। ওঁকে অভাবে লুটিয়ে পড়তে দেখাটা দুর্ভাগ্যজনক। তবে এর পজিটিভ বিষয়ও রয়েছে। আমরা এরপরে দ্রুত রিগ্রুপড হয়ে মোমেন্টাম চেঞ্জ করে দিই।"

আরও পড়ুন: প্রবল সঙ্কটে শামির টি২০ কেরিয়ার! বিশ্বকাপের আগেই পাকাপাকি বাদ পড়তে পারেন

বাংলাদেশের বিরুদ্ধে ৪ রানের নাটকীয় জয় পায় উইন্ডিজ মহিলা দল। গ্রুপ পর্বে ৫টার মধ্যে ৩টে ম্যাচে জিতে নকআউট পর্বের আশা এখনও বেঁচে ক্যারিবীয়দের। সেমিফাইনালে ওঠার জন্য ন্যূনতম ৪টে ম্যাচ জিততেই হবে। পয়েন্ট তালিকায় উইন্ডিজ মহিলা দল আপাতত তিন নম্বরে। লিগ পর্বের ফাইনাল ম্যাচ এখন ক্যারিবিয়ানদের কাছে মাস্ট উইন।

Women Cricket West Indies Cricket World Cup ICC Cricket World Cup
Advertisment